Whale Body : নামখানার সৈকতে ভেসে এল বিশালাকার তিমির মৃতদেহ

author img

By

Published : Sep 6, 2021, 9:59 PM IST

তিমি

নামখানার দক্ষিণ হরিপুরের সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকার তিমির পচাগলা দেহ ৷ বন দফতরের প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন আগেই সমুদ্রে মৃত্যু হয় তিমিটির । পূবালি বাতাসের জেরে ঢেউয়ে দেহটি ভেসে সৈকতে এসে আটকে যায় ।

নামখানা, 6 সেপ্টেম্বর : সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমির পচাগলা মৃতদেহ । সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার দক্ষিণ হরিপুরের লালগঞ্জ সমুদ্র সৈকত এলাকায় ৷ এদিন সমুদ্রতটে বিশালাকৃতির একটি তিমির পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তড়িঘড়ি বন দফতরে খবর দেওয়া হলে তাঁরা সেটিকে উদ্ধার করে বকখালির রেঞ্জ অফিসে নিয়ে যান ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষটি পূর্ণবয়স্কা তিমির ৷ যা আনুমানিক 12 ফুট লম্বা । তবে দেহে পচন শুরু হওয়ায় এটি তিমির কোন প্রজাতি তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি তারা ৷ তবে বন দফতরের প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন আগেই সমুদ্রে মৃত্যু হয় তিমিটির । পূবালি বাতাসের জেরে ঢেউয়ে দেহটি ভেসে সৈকতে এসে আটকে যায় । দেহে পচন শুরু হওয়ায় লালগঞ্জের সমুদ্রতট জুড়ে ব্যাপক দুর্গন্ধ ছড়ায় ।

আরও পড়ুন : মন্দারমণিতে উদ্ধার 36 ফুটের তিমি

তবে বন দফতরের তরফে সোমবার দুপুরের মধ্যেই দেহটিকে উদ্ধার করা সম্ভব হয় । এদিনই মৃত তিমিটির ময়নাতদন্ত হয় বন দফতরের বকখালি রেঞ্জ অফিসে । কীভাবে তিমিটির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় ।

নামখানার দক্ষিণ হরিপুরের সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমির মৃতদেহ

স্থানীয়দের অনুমান, ট্রলার কিংবা জাহাজে ধাক্কা লাগার ফলে এটির মৃত্যু হতে পারে ।

এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন আধিকারিক মিলন মণ্ডল জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নামখানার সমুদ্র সৈকত থেকে একটি পূর্ণবয়স্কা তিমির পচাগলা দেহ উদ্ধার হয় । তবে কীভাবে এটির মৃত্যু হয়েছে তার কারণ এখনও স্পষ্ট নয় ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ এরপর তিমিটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে ৷

আরও পড়ুন : যুবতিকে আইফোন ফেরত দিল তিমি : ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.