Cooch Behar Panchanan Barma University : স্নাতকস্তরের পরীক্ষায় পাশের হারে ছাত্রদের ছাপিয়ে গেলেন ছাত্রীরা

author img

By

Published : Aug 21, 2021, 6:44 PM IST

Cooch Behar Panchanan Barma University

অনার্সের 4162 জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন । তাদের মধ্যে 4158 জন পড়ুয়া পাস করেছেন ।

কোচবিহার, 21 অগস্ট : কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর স্নাতকস্তরের পরীক্ষায় পাশের হারে ছাত্রদের ছাপিয়ে গেলেন ছাত্রীরা । শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ করলে দেখা যায় পাস ও অনার্স দুটো বিভাগেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে । এবছর বি এ পাস বিভাগে ষষ্ঠ সেমিস্টারে পাশের হার 99.82 শতাংশ । অপরদিকে অনার্সে পাশের হার 99.90 শতাংশ ।

আজ সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘এবছর এই বিশ্ববিদ্যালয়ের অধীনে 15টি কলেজ রয়েছে । এদের মধ্য বি এ পাস বিভাগে 6355 জন পরীক্ষা দিয়েছিলেন । তাঁদের মধ্যে পাশ করেছেন 6318 জন । এর মধ্যে 2616 জন ছাত্র ৷ 3702 জন ছাত্রী পাশ করেছেন । অপরদিকে অনার্সের 4162 জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন । তাঁদের মধ্যে 4158 জন পড়ুয়া পাস করেছেন ।

আরও পড়ুন : Babul Supriyo : বঞ্চিত সিধাবাড়ি আর বাবুলের কথা মনেই রাখতে চায় না

অনার্সে 1878 জন ছাত্র যেখানে পাশ করেছেন । সেখানে 2280 জন ছাত্রী পাশ করেছেন । বিপিএড-এ 29 জন পরীক্ষা দিয়েছিলেন । এখানে পাশ করেছে 28 জন । পরীক্ষা শেষ হওয়ার 23 দিনের মাথায় এই ফল প্রকাশ করা হল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.