BJP Leader House Vandalised: দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Dec 5, 2022, 2:28 PM IST

tmc-accused-of-vandalising-bjp-leader-house-in-cooch-behar

রবিবার রাতে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মিছিল ছিল ৷ সেই মিছিল থেকে বিজেপির (BJP) এক মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

কোচবিহার, 5 ডিসেম্বর: ফের কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় বিজেপি (BJP) মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাতে ওই এলাকায় তৃণমূলের মহামিছিল থেকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ।

আমবাড়ি এলাকার বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎকমল সরকার ৷ তাঁর বাড়িতেই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে (BJP Leader House Vandalised) ৷ বিজেপি নেতার বাবা আনন্দ সরকার বলেন, ‘‘আমার ছেলে বিজেপি করে । তাই তৃণমূল ভাঙচুরের নামে তাণ্ডব চালিয়েছে (TMC Allegedly Vandalised BJP Leader House) । লুটপাট করেছে ।’’

তাঁর আরও অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন ৷ নিজেরাই নিজেদের মারধর করে আহত হয়ে নাটক করেছে ৷ তার পর এসে হামলা চালায় ৷

দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

এছাড়া বিদ্যুৎকমল সরকারের পাশের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয় । ওই বাড়ির বাসিন্দা চম্পা রায় বলেন, ‘‘আমরা কোনও দলের সঙ্গে যুক্ত নই । তৃণমূলের পতাকা নিয়ে কিছু লোকজন এসে বাড়ি ভাঙচুর করল এবং মিস্ত্রির কাজের জন্য যে 6 হাজার টাকা রেখেছিলাম সেই টাকাও নিয়ে গেল ৷ আমরা দিনমজুরি করে খাই৷ রাজনীতির কিছুই জানি না ।’’

ব্যাপক ভাঙচুরের ফলে রীতিমতো চরম উত্তেজনা ছড়ায় কোচবিহারের ওই এলাকায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ।’’

এদিকে এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত 5, বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.