Fire in Pundibari : পুন্ডিবাড়ি বাজারে আগুনে ভস্মীভূত 5টি দোকান, শুরু রাজনৈতিক তরজা

author img

By

Published : Jan 9, 2022, 1:36 PM IST

Updated : Jan 9, 2022, 2:14 PM IST

Fire in Pundibari

কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল পুন্ডিবাড়ি ৷ রবিবার সকালে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে (Fire in Pundibari of Cooch Behar) ৷

পুন্ডিবাড়ি(কোচবিহার) 9 জানুয়ারি : পুন্ডিবাড়ি বাজারে ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল । রবিবার সকালে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 5টি দোকান । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল । দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় ও প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ও আসেন দুর্ঘটনাস্থলে (Fire in Pundibari of Cooch Behar) । আগুন লাগা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি-তৃণমূলে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমত একটি ধান ছাড়াইয়ের মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা । কিছুক্ষণের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে । পাশে থাকা একটি পাটের গুদাম ও আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । তবে বাজার সংলগ্ন এলাকায় কোনও জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়েছে দমকল বাহিনী । অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছিল ৷

পুন্ডিবাড়ি বাজারে ভয়াবহ আগুন, দমকল কেন্দ্র না থাকা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

আরও পড়ুন : Fire Factory At Burdwan: কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এর আগেও এই পুন্ডিবাড়ি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে । সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী বাজার সংলগ্ন দুর্গামন্দিরের জলাশয়ে জলের পাইপ লাইন বসানোর আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তা এখনও হয়নি । ব্যবসায়ী সমিতির দাবি, রাজ্য সরকার এখানে কোনও দমকল কেন্দ্র করেনি ।

দু'বছরে পাঁচ বার আগুন লাগার ঘটনায় স্থানীয় একটি দমকল কেন্দ্র গড়ার দাবি তোলে তারা ৷ এদিকে এলাকার বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, "পুন্ডিবাড়ি বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার । কোচবিহার থেকে এখানে দমকলের আসতে 20 মিনিটের বেশি আর আলিপুর থেকে 40 মিনিট সময় লাগে ৷ পুন্ডিবাড়ি বিশাল জায়গা ৷ ঘন ঘন এখানে আগুন লাগার ঘটনা ঘটছে ৷ এখানে একটি দমকল কেন্দ্র হওয়া দরকার ।" তাঁর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকা হলেও রাজ্য সরকার দমকল কেন্দ্র করছে না ।

প্রাক্তন তৃণমূল সংসদ তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় সীমিত জায়গার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে ৷ আরও ভয়াবহ ঘটনা হতে পারত ৷" তিনিও মেনে নেন, পুন্ডিবাড়ি ঘনবসতিপূর্ণ এলাকা ৷ অনেক পাটের গুদাম রয়েছে, যা দাহ্য পদার্থ ৷ বাজার এবং এর বিদ্যুতায়নের ব্যবস্থা আরও উন্নত করতে হবে বলে মনে করেন প্রাক্তন তৃণমূল সাংসদ ৷ তিনি বলেন, "শট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে হয় ৷ সকলকে একটাই পরামর্শ, বাড়ির বিদ্যুতের লাইন বা ওয়ারিং সিস্টেমকে অত্যাধুনিক করে নিতে হবে ৷ বিশেষত যেখানে দাহ্য পদার্থ বা গুদাম রয়েছে ৷"

আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-র ঘটনায় বিস্তারিত তদন্ত হবে, আশ্বাস পেট্রোলিয়াম মন্ত্রীর

জলের অভাবের বিষয়টি মেনে নিয়ে পার্থপ্রতিম রায় আশ্বাস দেন গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা বলা হবে । পাশাপাশি, গ্রামপঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতি সকলকে নিয়ে একটা আলোচনা হবে ৷

Last Updated :Jan 9, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.