TMC on Nisith Pramanik: ‘দেশরক্ষার দায়িত্বে অপরাধী’, তুফানগঞ্জের সভা থেকে নিশীথকে নিশানা রবীন্দ্রনাথের

author img

By

Published : Dec 2, 2022, 6:28 PM IST

Rabindranath Ghosh Critisises Nisith Pramanik Over Criminal Charges in Cooch Behar

অপরাধীকে দেশরক্ষার দায়িত্ব দিয়েছে ৷ নিশীথ প্রামাণিককে নিশানা করে একথাই বললেন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh Critisises Nisith Pramanik) ৷

কোচবিহার, 2 ডিসেম্বর: ‘‘অসামাজিক, সমাজবিরোধী বিজেপি-সিপিআইএম-কে সামাজিকভাবে বয়কট করা উচিত ৷’’ বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে এক সভা শেষে এমনই মন্তব্য করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ এদিন তিনি বলেন, ‘‘যাঁরা অসামাজিক, সমাজ বিরোধী ক্রিমিনাল তাদের সমাজ থেকে দূর করে দেওয়া উচিত ৷’’ পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করে রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh Critisises Nisith Pramanik) জানান, দেশরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে একজন সমাজবিরোধীকে ৷

নিশীথ প্রামাণিককে গ্রেফতার এবং স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরানোর দাবিতে তৃণমূল এক হাজার কিলোমিটার মিছিল করছে কোচবিহার জেলা জুড়ে ৷ সেই ‘চোর ধরো, জেল ভরো’ অভিযানে বৃহস্পতিবার তুফানগঞ্জে একটি জনসভা করেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ সেখানেই নিশীথ প্রামাণিককে একহাত নেন কোচবিহার পৌরসভায় চেয়ারম্যান ৷ তিনি বলেন, ‘‘ক্রিমিনাল কেসে অভিযুক্ত, সোনার দোকানে ডাকাতিতে অভিযুক্ত এক ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৷ অর্থাৎ দেশরক্ষার দায়িত্ব এক অপরাধীকে দেওয়া হয়েছে ৷ এ যেন শেয়ালের কাছে মুরগি বা ছাগলকে পাহারার দায়িত্ব দেওয়া ৷’’

অন্যদিকে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকেও এদিন নিশানা করেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শুধু নাটাবাড়ি কেন, রাজ্যের কোথাও বিজেপি বিধায়কদের দেখা পাওয়া যায় না ৷ কোভিডের সময় তাদের দেখা পাওয়া যায়নি ৷ সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে সংশাপত্রের জন্য গিয়ে বিধায়কের দেখা পাননি ৷’’

‘দেশরক্ষার দায়িত্ব অপরাধীকে’, নিশীথকে নিশানা রবীন্দ্রনাথ ঘোষের

আরও পড়ুন: বাংলা-সহ গোটা দেশে খুব শীঘ্রই সিএএ চালু হবে, কোচবিহারে বললেন নিশীথ

পালটা রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির কোচবিহার জেলার সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঘোষকেও তৃণমূল বয়কট করেছে ৷ তাই উনি আর নাটাবাড়ি বিধানসভার বাইরে বেরোতে পারেন না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.