Rabindra Nath Ghosh: তৃণমূলের পাশ থেকে সরার ইঙ্গিত ! বংশীবদনকে পাত্তা দিতে নারাজ রবীন্দ্রনাথরা

author img

By

Published : Sep 21, 2022, 7:27 PM IST

Rabindra Nath Ghosh claims TMC is not worried about Bangshi Badan Barman

মঙ্গলবার তৃণমূলের (TMC) সঙ্গ ছেড়ে আর এক গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজের (Ananta Roy Maharaj) সঙ্গে হাত মেলানোর আভাস দিয়েছিলেন বংশীবদন বর্মন (Bangshi Badan Barman) ৷ এরই প্রেক্ষিতে বুধবার কোচবিহারের প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) বলেন, কে কার সঙ্গে থাকবেন, তা নিয়ে তাঁর কিছু বলার নেই ৷

কোচবিহার, 21 সেপ্টেম্বর: কে কার সঙ্গে থাকবেন বা থাকবেন না, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয় ৷ এ নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) কোনও মাথাব্যাথা নেই ৷ বুধবার গ্রেটার নেতা বংশীবদন বর্মন (Bangshi Badan Barman) সম্পর্কে এমনই মন্তব্য করলেন কোচবিহারের প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) ৷

উল্লেখ্য, মঙ্গলবারই একটি কর্মসূচির মঞ্চ থেকে বংশীবদন বর্মন তৃণমূলের পাশ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ৷ পাশাপাশি, গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজের (Ananta Roy Maharaj) সঙ্গে হাত মেলানোরও আভাস দিয়েছিলেন তিনি ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই রবীন্দ্রনাথ বলেন, বংশীবদন বর্মন "কার সঙ্গে থাকবেন, আর কার সঙ্গে যাবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার ৷ এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। তৃণমূল ওঁদের উপর ভরসা করে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেন ৷"

আরও পড়ুন: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের

দীর্ঘদিন ধরেই পৃথক কোচবিহার রাজ্য গঠনের দাবিকে সামনে রেখে আন্দোলন করে চলেছে গ্রেটারের বিভিন্ন সংগঠন ৷ পরবর্তীতে আবার এই দাবিকে কেন্দ্র করেই তাদের মধ্য়ে বিভেদ তৈরি হয় ৷ নানা শাখায় ভেঙে যায় সংগঠনগুলি ৷ তেমনই একটি সংগঠন হল, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷ এর একটি শাখার নেতৃত্বে রয়েছেন বংশীবদন ৷ এই সংগঠন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সমর্থক ৷ এমনকী, রাজ্য সরকার যে রাজবংশী উন্নয়ন বোর্ড গঠন করেছে, তারও চেয়ারম্যান করা হয়েছে বংশীবদন বর্মনকে ৷

বংশীবদন বর্মনকে পাত্তা দিতে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ ৷

অপরদিকে, অনন্ত মহারাজ নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সঙ্গে বিজেপি-এর সখ্য রয়েছে ৷ নির্বাচনী প্রচারেও তাদের নেতাদের বিজেপি-এর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি অনন্ত মহারাজ দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে কথা দিয়েছেন উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল করা হবে ! এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷

এই পরিস্থিতিতে মঙ্গলবার কোচবিহারের রাসমেলার মাঠে বংশীবদন বর্মন বলেন, "আমি এখনও তৃণমূলের পাশে আছি ৷ তৃণমূলকে সমর্থন জানিয়েছি ৷ অপরদিকে, আমাদেরই আর একটি গোষ্ঠী, অনন্ত মহারাজের নেতৃত্বে তারা বিজেপি-কে সমর্থন জানিয়ে আসছে ৷ দেখা যাচ্ছে, আদতে দুই রাজনৈতিক দলই দু'জনকে ব্যবহার করছে ৷ তাই বৃহত্তর কোচবিহারের মানুষের স্বার্থে এবার আমাদের একজোট হওয়ার সময় এসেছে ৷ সেই লক্ষ্যেই অনন্ত মহারাজের কাছে একসঙ্গে চলার আবেদন জানিয়েছি ৷ প্রয়োজনে তৃণমূলের পাশ থেকে সরে যাব ৷" বংশীবদনের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ যদিও প্রকাশ্য়ে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ রবীন্দ্রনাথ ঘোষরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.