Minakshi Mukherjee বাংলা ভাগের চক্রান্তে তৃণমূলের সঙ্গে সামিল বিজেপিও, বললেন মীনাক্ষী

author img

By

Published : Aug 29, 2022, 10:07 PM IST

ETV Bharat

বাংলা ভাগ চক্রান্তে বিজেপি ও তৃণমূল দুইজনেই সামিল। বাংলা ভাগ করা যাবে না। বেকার যুবকদের কাজ দিতে হবে, এলাকার উন্নতি করতে হবে। দলীয় কর্মসূচিতে কোচবিহারে এসে এমনটাই বললেন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee Slams TMC and BJP) ৷

কোচবিহার, 29 অগস্ট: সোমবার ছিল কোচবিহারে ডিওয়াইএফআইয়ের (DYFI) দলীয় কর্মসূচি ৷ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক (State Secretary of DYFI) মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ এদিন একাধিক বিষয়ে শালকদলের ওপর আঙুল তোলেন মীনাক্ষী ৷ পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েননি গেরুয়া শিবিরকেও (Minakshi Mukherjee Slams TMC and BJP) ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, "কেন বাংলা ভাগ হবে ? কবে ভাগ হবে ? কোন স্লোগানের ভিত্তিতে ভাগ হবে ? কাজের দাবিতে, মানুষের ভালো করে বাঁচার দাবিতে, এই দাবিগুলোকে মেটানোর জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করলে বাংলা ভাগের দাবিও উঠবে না, আর বাংলা ভাগের দাবিকে উৎসাহিত করার জন্য রক্ত ঝরার কথাও কেউ বলবে না।"

এরপর ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, "যারা ক্ষমতায় থাকে, সরকারে থাকে, তখন তাঁদের নমনীয় হতে হয়। দাবি যখন উঠছে, তখন সেই দাবি কেন উঠছে। সেটা বুঝতে হবে। তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যারা রক্ত ঝরার কথা বলছেন তাঁরা বাকিদেরও উৎসাহিত করছেন। তাই তৃণমূল ও বিজেপি দু'জনেই এই চক্রান্তে সামিল।"

বাংলা ভাগের চক্রান্তে তৃণমূল সঙ্গে সামিল বিজেপিও, বললেন মীনাক্ষী

আরও পড়ুন: মমতাও চোর, সাধু একমাত্র বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ ও দুর্নীতি ইস্যুতে তিনি বলেন, "যারা চুরি করেছে তাঁদের জেলে দেওয়া উচিত। শুধু তারা নয় এর সঙ্গে প্রশাসনের কর্তাব্যক্তি যারা জড়িত তাদেরও জেলে যাওয়া উচিত। শুধু উত্তরবঙ্গ নয়, বাংলা বঞ্চিত, গোটা দেশ বঞ্চিত। যুবকদের কাজের সংস্থান নেই। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বন্ধ রয়েছে ৷ এগুলো দেখা দরকার।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.