Phensedyl Recovered: বাংলাদেশে পাচারের আগে 10 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

author img

By

Published : Dec 2, 2022, 5:08 PM IST

Phensedyl Recovered

দশ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল কোচবিহার জেলা পুলিশ (Phensedyl Recovered) । গ্রেফতার ট্রাক চালক ৷

কোচবিহার, 2 ডিসেম্বর: পণ্য বোঝাই লরি আটকে দশ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল কোচবিহার জেলা পুলিশ (Phensedyl Recovered) । বৃহস্পতিবার রাতে গোপন সূত্র খবর পেয়ে কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকার চকচাকা এলাকা থেকে ওই ট্রাকটি আটক করা হয় ৷ এরপর সেখান থেকে 98টি কার্টুন উদ্ধার করে পুলিশ । একেকটি কার্টুনে 100টি করে ফেনসিডিল বা কাশির সিরাপের বোতল রয়েছে । ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম রাম বাবু কুমার । তিনি উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই ফেনসিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া থাকলে নদী ও সীমানাগত সমস্যার কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা বাংলাদেশে বিভিন্ন সামগ্রী পাচার করে । পাশাপাশি ওপার থেকে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে । তবে শীত পড়তেই এই পাচারকার্য বেশি চলে । আগে গরু, ইলেকট্রিক সামগ্রী, লবণ পাচার হলেও বর্তমানে ফেনসিডিল কাশির সিরাপ সবচেয়ে বেশি পাচার হয় । রাত হতেই পাচারকারীরা স্কুলব্যাগের মধ্যে ফেনসিডিল নিয়ে নদী পেরিয়ে বাংলাদেশে চলে যায় ।

আরও পড়ুন: ইংরেজবাজারে নিষিদ্ধ ফেনসিডিল-সহ গ্রেফতার 4 পাচারকারী

জানা গিয়েছে, এখানে যে কাশির সিরাপের দাম 150 টাকা, বাংলাদেশের সেটি চারগুণ দাম বেশি । আর পাচারকারীরা শিশি প্রতি একশো টাকা করে পেয়ে থাকে । দীর্ঘদিন ধরেই এভাবে পাচারকার্য চলছে । আর সেই পাচারের উদ্দেশ্যেই ওই ফেনসিডিল কোচবিহারে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশের ধারণা ।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ জানান, ওই ফেনসিডিলের বোতলগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.