TMC Inner Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটায় চলল গুলি, আহত 2

author img

By

Published : Jan 17, 2023, 7:02 PM IST

ETV Bharat

দিনহাটার গিতালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি (Dinhata TMC)৷ আহত দু'পক্ষেরই দুই তৃণমূল কর্মী ৷

গুলি চলার ঘটনায় আহতের স্ত্রীর প্রতিক্রিয়া

দিনহাটা, 17 জানুয়ারি: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল ঘিরে চলল গুলি (TMC Inner Clash in Dinhata)৷ উত্তপ্ত দিনহাটার গিতালদহ (Shot at Dinhata)। আহত শাসকদলের উভয় গোষ্ঠীর দুই সমর্থক । জামসের আলি ও রাজু হক নামে আহত ওই দুই ব্যক্তি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তবে এর মধ্যে রাজু হকের নামে পুরনো মামলা থাকায় তাকে ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে । অপরদিকে জামসের আলির অবস্থা সংকটজনক ।

জানা গিয়েছে, রাজু হক গিতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাফুজার রহমানের ঘনিষ্ঠ ৷ অপরদিকে জামসের আলি প্রাক্তন অঞ্চল প্রধান ও অঞ্চল সভাপতি আবু আল আজাদের ঘনিষ্ঠ । উভয় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই কোন্দল চলে আসছে ।

আরও পড়ুন : মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, আক্রান্ত 11

এই ঘটনায় আহত তৃণমূল কর্মী জমসের আলির স্ত্রী-র অভিযোগ, তাঁর স্বামী সম্পূর্ণ নির্দোষ । বর্তমান অঞ্চল সভাপতি মাফুজার রহমানের লোকজন মঙ্গলবার সকালে তাঁদের বাড়িতে গিয়ে বোমাবাজি করে এবং সকলকে মারধর করে । তারপর ভয়ে জামসের আলি বাড়ি ছেড়ে পালিয়ে গেলে তার পিছু ধাওয়া করে ৷ এরপর বাড়ি থেকে অনেকটা দূরে তাকে ধরে মারধর করে এবং গুলি করে ।

অপরদিকে এই বিষয়ে প্রাক্তন প্রধান আবু আল আজাদের অভিযোগ, বর্তমান অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বেই কিছু দুষ্কৃতী এভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে । আর তারই ফলে আজকে জামসের আলিকে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে মারধর করে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বর্তমান অঞ্চল সভাপতি মাফুজার রহমান পালটা অভিযোগ করেন, জামসের আলির লোকজনেই রাজু হককে মারধর করে এবং তার পায়ে গুলি করে । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

আরও পড়ুন : প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সদস্যকে মারধরে অভিযুক্ত বুথ সভাপতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.