Cooch Behar : বক্সিরহাট পাওয়ার স্টেশনে বিস্ফোরণ, জখম 3

author img

By

Published : Sep 7, 2021, 8:08 PM IST

বক্সিরহাটে পাওয়ার স্টেশনে বিস্ফোরণে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

পাওয়ার স্টেশনে কাজ চলাকালীন বিস্ফোরণ ৷ আহত তিন ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাটে ৷

কোচবিহার, 7 সেপ্টেম্বর : তুফানগঞ্জের বক্সিরহাট পাওয়ার ষ্টেশনে বিস্ফোরণ ৷ ঘটনায় আহত তিন ব্যক্তি । মঙ্গলবার বক্সিরহাট থানার ঝাউকুঠিতে 30/11 কেভি বিদ্যুতের সাব-স্টেশনের সার্কিট ব্রেকারে হঠাৎই বিস্ফোরণ হয় ।

এই বিষয়ে সাব-স্টেশনের ভারপ্রাপ্ত অপারেটর মানিক পাল জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না । তবে এদিন সাব-স্টেশনের একটি সার্কিট ব্রেকার খারাপ হয়ে যাওয়ায় তা সারাতে আসেন ঠিকাদার সংস্থার অপারেটর নন্দীগ্রামের বাসিন্দা বাসুদেব মাইতি ৷ তার সঙ্গে সাব-স্টেশনের অপর অপারেটর কোচবিহার কাকড়িবারির বাসিন্দা বাবন দাস ও সহকর্মী চিলাখানার বাসিন্দা উৎপল সরকার নষ্ট সার্কিট ব্রেকারটি ঠিক করার কাজ করছিলেন ।

হঠাৎই জোরালো শব্দ শুনে সংস্থার নিরাপত্তারক্ষী সেখানে ছুটে যান এবং তাঁদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সংস্থার অন্যান্য কর্মীদের খবর দেন । এরপর সকলের সহায়তায় আহত ওই তিন ব্যক্তিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিক্যালে রেফার করা হয় । আপাতত সেখানেই তিনজনের চিকিৎসা চলছে ।

বক্সিরহাটে পাওয়ার স্টেশনে বিস্ফোরণে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
বক্সিরহাটে পাওয়ার স্টেশনে বিস্ফোরণে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : Covid Ward Chaos: বেতন মেলেনি, কোচবিহার মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে কাজ বন্ধ করে দিলেন কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.