SSC Recruitment Scam: এসএসসি প্রকাশিত ভুয়ো শিক্ষক তালিকায় কোচবিহারের 56, সকলের তথ্য জানতে চেয়ে চিঠি শিক্ষা দফতর

author img

By

Published : Dec 3, 2022, 7:38 PM IST

SSC Scam

শিক্ষক নিয়োগ বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভুয়ো শিক্ষকের তালিকা(SSC Scam) ৷ স্কুল সার্ভিস কমিশেনের পক্ষথেকে নবম-দশম শ্রেণির 183 জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটেতই এবার কোচবিহারে 56 জন শিক্ষক- শিক্ষিকার যাবতীয় তথ্য চেয়ে পাঠালো রাজ্য শিক্ষা দফতর ৷

কোচবিহার, 3 ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)-এর তরফে প্রকাশিত নবম-দশম শ্রেণির 183 জন ভুয়ো শিক্ষক তালিকায় কোচবিহারেরই 56 জন ৷ শিক্ষক-শিক্ষিকার যাবতীয় তথ্য চেয়ে পাঠালো রাজ্য শিক্ষা দফতর (SSC Scam) । গত বুধবার রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে জেলা শিক্ষা দফতরের কাছে এই 56 জন শিক্ষক-শিক্ষিকার রোল নম্বর, অ্যাপ্লিকেন্ট নম্বর এবং কোনও বিষয়ের শিক্ষক, সমস্ত বিষয় জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই 56 জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা যেমন রয়েছে, তেমনি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারাও রয়েছেন। শিক্ষা দফতরের পক্ষ থেকে এই তথ্য চেয়ে পাঠানোর পর থেকেই কোচবিহার জেলা শিক্ষামহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের পাঠানো নোটিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ওই শিক্ষকদের যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এই 56 জনের মধ্যে নবম ও দশম শ্রেণির 34 জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির 22 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। নবম ও দশম শ্রেণির 34 জনের মধ্যে কোচবিহারের কাটামারি হাইস্কুলের তিন জন, শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের দু’জন , ভাওরথানা হাইস্কুলে দু‘জন , শিঙ্গিমারি হাইস্কুল, ছাটরামপুর হাইস্কুল, খলিসামারি পঞ্চানন হাইস্কুল, গিতালদহ হাইস্কুল, মাথাভাঙা হাইস্কুলের স্কুলের একজন করে শিক্ষিক বা শিক্ষিকার নাম রয়েছে ।

আরও পড়ুন: মেখলিগঞ্জে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছেন না ববিতা, নেপথ্যে কি শাসকদলের চাপ ?

অপরদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছাটগুড়িয়াহাটি হাইস্কুল, সেবা ভবন হাইস্কুল, তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হাই স্কুল, দিনহাটা শোনিদেবী জৈন হাই স্কুল, বড়শোলমারী ঠাকুর পঞ্চানন বিদ্যালয়, ওকরাবাড়ি আলাবক্স হাইস্কুল, চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির-সহ বেশকিছু স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নাম রয়েছে। আরও জানা গিয়েছে কমিশনের তরফে যে 183 জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে নবম-দশম শ্রেণির 12 জন রয়েছে । কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল বলেন, ‘‘রাজ্যের শিক্ষা দফতর যে নোটিশ পাঠিয়েছে তার ভিত্তিতে সংশ্লিষ্ট স্কুলগুলোতে ওই সমস্ত শিক্ষক - শিক্ষিকাদের যাবতীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.