Durga Puja 2022: গোলাপাড়ায় সীমান্তের কাঁটাতারের পাশেই পূজিত হন উমা

author img

By

Published : Sep 25, 2022, 11:12 PM IST

Durga Puja 2022

সীমান্তে কাঁটাতার সত্ত্বেও গোলাপাড়ায় পূজিত হন দেবী দুর্গা (Durga Puja 2022) ৷ গ্রামবাসীরাও মেতে ওঠেন শারদোৎসবে । দেবীদুর্গার আগমন যেন গ্রামকে রক্ষা করার ইঙ্গিত ৷

কোচবিহার, 25 সেপ্টেম্বর: সীমান্তের কাঁটাতারে ঘেরা প্রত্যন্ত গ্রাম গোলাপাড়া (Durga Puja 2022) ৷ মেখলিগঞ্জ শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি ৷ কাঁটাতারের বেড়া গ্রামটিকে আলাদা করেছে বাংলাদেশের পাটগ্রাম থেকে ৷ কারণ গ্রামের ওপারে রয়েছে বাংলাদেশের পাটগ্রাম। এই কাঁটাতারে ঘেরা গোলগ্রামের বাসিন্দারাও বিগত 5 বছর ধরে দুর্গা বন্দনার আনন্দে মেতে ওঠেন ৷

গ্রামটি মূল প্রাশাসনিক এলাকা মেখলিগঞ্জ ৷ কাঁটাতারের সীমান্তে বিএসেফের সর্বদা নজরদারি। সঙ্গে রয়েছে কাঁটাতারের নিয়ম কানুন । একাধিক প্রতিকূলতা কাটিয়ে গত পাঁচ বছর থেকে শুরু হয়েছে দুর্গাপূজা ৷ এর আগে কাঁটাতারের বাইরে এসে দেবী প্রতিমা দর্শন করতে হতো বাসিন্দাদের । অনেকে প্রতিমা দেখতে আসতে না পেরে বিরহে থাকত, সেই যন্ত্রণা অবসান হয়েছিল পাঁচ বছর আগে যখন নিজেরা উদ্যোগ নিয়ে কাঁটাতারের গ্রামে দেবী দুর্গাকে পূজা শুরু করেন। তারপর থেকে প্রতিবছর দুর্গাপুজো হয় এই গ্রামে ৷

কাঁটাতারের মধ্যে বন্দিত হন দেবী

আরও পড়ুন: দুর্গাপুরে আগমনী কার্নিভালের উদ্বােধন

তবে আর্থিক অনটনে এই পুজোর বাজেটে কাটছাঁট হয়েছে এবার। গ্রামের স্কুল মাঠেই প্যান্ডেল তৈরির কাজ চলছে। কাঁটাতার পেরিয়ে প্রতিবছরের মতো এবারও প্রতিমা আসবে আলিপুর দুয়ার থেকে। তবে প্রতিমা নিরঞ্জন হবে তারবন্দি গোলাপাড়া গ্রামেই। বাজেট কম হলেও আনন্দে খামতি থাকে না এলাকাবাসীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.