Cooch Behar Municipality: অনুমতি না নিয়েই বসছে মোবাইল টাওয়ার, কড়া পদক্ষেপ কোচবিহার পৌরসভার

author img

By

Published : Sep 18, 2022, 8:31 PM IST

Cooch Behar Municipality to take strict action against illegal Mobile towers

বিভিন্ন এলাকায় অনুমতি না নিয়ে বসানো হচ্ছে মোবাইল টাওয়ার (Illegal Mobile Towers) ৷ এবার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কোচবিহার পৌরসভা (Cooch Behar Municipality) ৷

কোচবিহার, 18 সেপ্টেম্বর: কোচবিহার শহর জুড়ে অবৈধভাবে বসানো হচ্ছে মোবাইলের টাওয়ার । এ বিষয়ে পৌরসভার অনুমোদন নেওয়া হচ্ছে না । শহরের বিভিন্ন বাড়ির ছাদে একাধিক কোম্পানি টাওয়ার বসিয়েছে । ট্রেড লাইসেন্সও তারা করছে না । এই টাওয়ারগুলো নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কোচবিহার পৌরসভা (Cooch Behar Municipality) ।

ইতিমধ্যে পৌরসভার তরফে বিনা অনুমতিতে চলা একটি টাওয়ারের মেশিনপত্র খুলে আনা হয়েছে । চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "পৌরসভার অনুমতি ছাড়া এভাবে কেউ টাওয়ার বসাতে পারে না । এতে পৌরসভার রাজস্ব যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি টাওয়ারগুলো তালিকাভুক্ত না থাকলে কোনও জঙ্গি গোষ্ঠী এর সুবিধা নিতে পারে । তাই বেআইনিভাবে বসা টাওয়ারগুলো বিষয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলছে পৌরসভা ।"

রাজার শহর কোচবিহার । এই শহরের 20টি ওয়ার্ডেই বহু মোবাইল টাওয়ার রয়েছে । পৌরসভার হিসেব অনুযায়ী এই টাওয়ার অধিকাংশই তাদের থেকে অনুমতি না নিয়ে বিভিন্ন বাড়ির ছাদে বসানো হচ্ছে । প্রাথমিকভাবে শহরের মধ্যে 30 থেকে 40টি টাওয়ার রয়েছে যেগুলি বিনা অনুমতিতে বসানো হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে । বিনা অনুমতিতে বসানোর কারণে দিনকয়েক আগে শহরের 8 নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকায় একটি টাওয়ারের মেশিনপত্র পৌরসভার কর্মীরা বাজেয়াপ্ত করে নিয়ে আসে । এছাড়া শহরের 15, 16 এবং 9 নম্বর ওয়ার্ডে এই ধরনের তিনটি টাওয়ারের হদিশ পেয়েছে পৌরসভা ।

অবৈধ মোবাইল টাওয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কোচবিহার পৌরসভার

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের হাতিয়ার পুজো

শহরের যে সমস্ত বাড়ির ছাদে বা বিভিন্ন স্থানে টাওয়ার রয়েছে তাদের নোটিশ পাঠাচ্ছে কোচবিহার পৌরসভা ৷ এর পাশাপাশি যে কোম্পানি ওই টাওয়ার বসিয়েছে তাদেরও নোটিশ পাঠানো হচ্ছে । পৌরসভার বক্তব্য, এলাকায় যে কোনও টাওয়ার বসাতে গেলেই পৌরসভার অনুমতি নিতে হয় ৷ এর পাশাপাশি ট্রেড লাইসেন্সও করতে হয় । তা না করে কোম্পানিগুলি শুধুমাত্র বাড়ির মালিককে ভাড়া দিয়ে টাওয়ার বসাচ্ছে । তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে (Strict action against illegal Mobile towers) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.