NIRF 2021: দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র

author img

By

Published : Sep 10, 2021, 4:47 PM IST

Updated : Sep 10, 2021, 4:59 PM IST

দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে

যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে । 2016 সালে এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর মান ছিল 11 নম্বরে । তারপর মান নেমে আসে 50 নম্বরে । আর এবার 97 ৷

শান্তিনিকেতন, 10 সেপ্টেম্বর : এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 97 নম্বরে । যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থানে রয়েছে, সেখানে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী 97 নম্বরে রয়েছে ৷ 2016 সালে বিশ্বভারতীর মান ছিল 11 নম্বরে । তারপর মান নেমে আসে 50 নম্বরে । সেখান থেকে বেশ কয়েক ধাপ নেমে দেশের মধ্যে 97 নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠান বিশ্বভারতীর শিক্ষার মান কমতে থাকায় নিন্দার ঝড় সর্বত্র । এর জন্য সকলেই দায়ী করছেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই ।

যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে । যা নিছকই ছাত্র রাজনীতি নয় । এছাড়া বিশ্বভারতী কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন আন্দোলন । সদ্য প্রকাশিত হয়েছে এনআইআরএফ-এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের নিরিখে ব়্যাঙ্কিং । সেই তালিকায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে 97 নম্বরে । অন্যদিকে, বিশ্বভারতী থেকে রাজ্যের দু‘টি বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে । যথাক্রমে 4 ও 8 নম্বর স্থান ধরে রেখেছে এই দু‘টি বিশ্ববিদ্যালয় । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে আদর্শিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন কমতে থাকায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । দিন দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমার জন্য বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই দায়ী করছেন সকলে । সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দা চলছে ।

দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র

আরও পড়ুন, NIRF 2021: দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

ছাত্রীদের মধ্যে মেঘলা চৌধুরী বলেন, "এই মান কমার জন্য দায়ী আমাদের বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তিনি শিক্ষার দিকে নজর দিচ্ছেন না । ছাত্র-শিক্ষকের সম্পর্ক এখানে আগের মতো নেই । আক্ষেপ হচ্ছে শিক্ষার মান কমে যাওয়ায় ।"

অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীর এই মানের জন্য সম্পূর্ণ ভাবে দায়ী উপাচার্য । একের পর এক ছাত্র-অধ্যাপকদের সাসপেন্ড করছেন । শিক্ষার মান উন্নয়নের দিকে ওঁর কোনও নজর নেই । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ের মান কমতে থাকায় আক্ষেপ হয় ।"

Last Updated :Sep 10, 2021, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.