Dubrajpur TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর, চলল গুলি-বোমা

author img

By

Published : Nov 23, 2021, 6:34 PM IST

Dubrajpur TMC Clash

প্রথমে পুলিশ গ্রামে ঢুকতে সাহস দেখায়নি ৷পরে কমব্যট ফোর্স-সহ বিরাট পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। ঘটনায় দু'পক্ষের ৬ জন জখম হয় ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

দুবরাজপুর, 23 নভেম্বর : শুরু হয়েছিল ইট-পাটকেল নিয়ে ৷ শেষটা হল গুলির লড়াই, বোমাবাজিতে ৷ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর (Dubrajpur Clash) ৷ মঙ্গলবার দিবালোকে মুড়ি-মুড়কির মত বোমাবাজি (groups of TMC engaged in bombing), গুলির লড়াইয়ে আহত কমপক্ষে 6 জন ৷ দুবরাজপুরের গাঁড়া গ্রামে ব্য়াপক বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে আটক করা হয়েছে।

দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের গাঁড়া গ্রামে আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের ৷ এদিন যোজনার আওতায় থাকা বাড়িগুলি পর্যবেক্ষণের কাজ শুরু করে প্রশাসন ৷ এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল ও কার্যকরী অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বহুদিনের ৷ এদিন এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ঘনিষ্ঠদের বাড়ি পর্যবেক্ষণ করার নির্দেশ দিলে ঝামেলার সূত্রপাত হয় ৷ যা আকার নেয় গোষ্ঠী সংঘর্ষের (TMC personnels engaged in a clash in Dubrajpur) ৷ ইট-পাটকেলে শুরু হলেও সময় গড়াতেই শুরু হয় গুলির লড়াই ৷ ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম ৷ অনতিপরে শুরু হয় বোমাবাজি ৷

প্রথমে পুলিশ গ্রামে ঢুকতে সাহস দেখায়নি ৷ পরে কমব্যট ফোর্স-সহ বিরাট পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। ঘটনায় দু'পক্ষের 6 জন জখম হয় ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দিনের বেলায় বোমাবাজি চলছে, গুলির লড়াই হচ্ছে, ভাবা যায় ? দুর্নীতি তৃণমূলের সর্বস্তরে ৷ টাকার ভাগ নিয়ে এভাবে বোমাবাজি-গুলি চলল । অথচ প্রশাসন চুপ।"

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুরে ব্য়াপক বোমাবাজি

আরও পড়ুন : Tmc Clash Dinhata: দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত 2

যদিও, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "দুই গোষ্ঠীই তৃণমূলের ৷ কিন্তু এটা দলের কোন বিষয় নয়৷ ব্যক্তিগত সম্পত্তি নিয়ে ঝামেলা ৷ আগেও এরকম হয়েছে। এর সঙ্গে দলের কোন যোগ নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.