Cow Smuggling Case: 5 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত সায়গলের, জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি

author img

By

Published : Sep 29, 2022, 5:25 PM IST

Cow Smuggling Case

গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আগামী 5 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত (CBI Special Court)। এরপর তাকে জেরা করতে পারে ইডি ৷

আসানসোল, 29 সেপ্টেম্বর: গরুপাচার-কাণ্ডে ধৃত সায়গল হোসেনকে (Saigal Hossain) জেল হেফাজতে (Saigal Hossain at Jail Coustody) নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷ পাশাপাশি জেল হেফাজতে থাকাকালীন ইডি (ED) জিজ্ঞাসাবাদ করতে পারে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ৷ সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত 15 সেপ্টেম্বর শেষবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন দু'পক্ষের শুনানির শেষে বিচারক সায়গল হোসেনকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিলেন। সেইমতো বৃহস্পতিবার সায়গল হোসেনকে পুনরায় শুনানির জন্য আসানসোল সিবিআই আদালতে হাজির করা হয়।

যদিও এদিন সায়গল হোসেনের আইনজীবী কোনও জামিনের আবেদন করেননি। অল্পক্ষণের শুনানিতেই সায়গল হোসেনকে 5 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই আদালত। নিয়মমাফিক 14 দিন জেল হেফাজত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্গাপুজো কালীপুজার ছুটির কারণে জেল হেফাজতের মেয়াদ বেড়েছে সায়গল হোসেনের।

কোর্ট খোলার পরেই তার শুনানি হবে। অন্যদিকে, বৃহস্পতিবার ইডির পক্ষ থেকে সায়গলকে জেল হেফাজতে থাকাকালীন জেরা করা প্রসঙ্গে আসানসোল সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। অনুমান করা হচ্ছে পুজোর পরেই আসানসোল সংশোধনাগারে সায়গল হোসেনকে জেরা করবে ইডি।

আরও পড়ুন: হাইকোর্টে ফের রক্ষাকবচ পেলেন সৌমেন্দু অধিকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.