South India tourist special train: দক্ষিণ ভারত ভ্রমণে তীর্থযাত্রী স্পেশাল ট্রেন ভারতীয় রেলের

author img

By

Published : Nov 26, 2021, 3:32 PM IST

IRCTC PC: Indian Railway to run pilgrim special tourist train for South India trip

দক্ষিণ ভারত ভ্রমণের (South India tour) জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন (South India pilgrim special tourist train) চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railway new train)৷

বোলপুর, 26 নভেম্বর: দক্ষিণ ভারত ভ্রমণের (South India tour) জন্য তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন (South India pilgrim special tourist train) চালাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড । 16 জানুয়ারি মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি । দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী ঘোরাবে ট্রেনটি ৷ 11 দিনের এই যাত্রা ৷ এদিন বোলপুর (Birbhum News) স্টেশনে সাংবাদিক বৈঠক করে এ কথা জানায় আইআরসিটিসি কর্তৃপক্ষ (IRCTC PC)। সমস্ত নিরামিষ খাবার পরিবেশন করা হবে এই ট্রেনে ।

নতুন বছরে দক্ষিণ ভারত দর্শনের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railway new train) ৷ তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে চালানো হবে ৷ প্রায় 600 জন যাত্রী 11 দিনের ভ্রমণে অংশ নিতে পারবেন ৷ যাত্রীপিছু খরচ হবে 10 হাজার 395 টাকা ৷

আরও পড়ুন: Bengal Covid Death Compensation: উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

www.irctctourism.com এর মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা ৷ রেলের তরফে এই যাত্রার তথ্য জানার জন্য 9002040010 ও 9002040069 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । 16 জানুয়ারি বিহারের মুঙ্গের থেকে ছাড়বে এই ট্রেনটি । ভাগলপুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে ৷

IRCTC PC: Indian Railway to run pilgrim special tourist train for South India trip
আইআরসিটিসি-র সাংবাদিক সম্মেলন

আরও পড়ুন: Platform Ticket Price : প্ল্যাটফর্ম টিকিটের দাম কমে ফের দশ টাকা

এদিন বোলপুর স্টেশনে আইআরসিটিসির আধিকারিক দীপঙ্কর মান্না (Dipankar Manna) সাংবাদিক বৈঠক করেন ৷ তিনি বলেন, "যাত্রীদের সব রকম সুবিধের ব্যবস্থা রাখা হয়েছে ৷ প্রত্যেক যাত্রীর দু‘টি করে করোনা টিকা নেওয়া থাকতে হবে ৷ যাত্রী সুরক্ষার জন্য প্রতিটি কামরায় একজন করে সুপারভাইজার ও নিরাপত্তারক্ষী থাকবে ৷

আরও পড়ুন: Train Food : দূরপাল্লার ট্রেনে ফের মিলতে পারে রেলের খাবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.