Didir Suraksha Kawach: বিক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী রায়, নামলেনই না গাড়ি থেকে

author img

By

Published : Jan 22, 2023, 4:16 PM IST

Didir Suraksha Kawach ETV BHARAT

‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায় ৷ যার জেরে গাড়ি থেকেই নামলেন না বীরভূমের সাংসদ ৷ মহম্মদবাজারের ফুল্লাইপুর গ্রামের ঘটনা ৷

ফের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায়

সিউড়ি, 22 জানুয়ারি: ফের বিক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী রায় ৷ বিক্ষোভের জেরে গাড়ি থেকেই নামলেন না তৃণমূল সাংসদ ৷ রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে মহম্মদবাজারের ফুল্লাইপুর গ্রামে বিক্ষোভের মুখে পড়েন বীরভূমের সাংসদ (Satabdi Roy faced mass agitation) ৷ গ্রামের মানুষের অভিযোগ পুকুর সংস্কার, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ও পানীয় জলের ব্যবস্থা কোনও কাজই হয়নি ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম স্তরের মানুষের অভাব অভিযোগ জানতে, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচিতে ‘দিদির দূত’ হিসেবে তৃণমূলের বিধায়ক-সাংসদ এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিটি এলাকায় যাচ্ছেন ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ৷ তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন ৷ কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তা ‘দিদির সুরক্ষা কবচ’ অ্য়াপের মাধ্যমে সুরাহার ব্যবস্থা করছেন ৷

কিন্তু, এই কর্মসূচিতে গিয়ে জনপ্রতিনিধিরা কার্যত বিপাকে পড়েছেন ৷ যেসব জনপ্রতিনিধিদের এলাকায় প্রায় দেখাই যায় না বিশেষ করে তাঁরা ৷ রাজ্যের দিকে দিকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের ৷ বীরভূমের দৃশ্যটাও একই ৷ ফুল্লাইপুর গ্রামে সাংসদ শতাব্দী রায় ঢুকতেই তাঁর গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ এবং ধেয়ে আসে না পাওয়ার তালিকা ৷ পানীয় জলের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, গ্রামের পুকুর সংস্কারের মতো একাধিক কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ বিক্ষোভের জেরে প্রথমে গাড়ি থেকেই প্রথমে নামেননি অভিনেত্রী সাংসদ ৷ পরে অবশ্য তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং তৃণমূলের কর্মীদের মদতে গাড়ি থেকে নামেন তিনি ৷

আরও পড়ুন: কর্মীর বাড়িতে ছবি তুললেও খাবার স্পর্শ করলেন না 'দিদির দূত' শতাব্দী ! অভিযোগ অস্বীকার সাংসদের

তবে, শুরু শতাব্দী রায় নন ৷ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং বোলপুরে সাংসদ অসিত মালকেও ৷ এর আগেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় হাঁসন বিধানসভা এলাকায় ‘দিদির দূত’ হিসেবে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন ৷ এমনকি সেখানে গরীব গ্রামবাসীর বাড়িতে ছবি তোলার পর, খাবার না-খেয়ে উঠে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.