Cattle Smuggling Case: অনুব্রতর ঘনিষ্ঠ মলয় পীঠের কলেজে হাজির সিবিআই

author img

By

Published : Sep 14, 2022, 5:21 PM IST

Updated : Sep 14, 2022, 5:39 PM IST

CBI reach to the Polytechnic College owned by Malay Pith for West Bengal Cattle Smuggling Case investigation

গরুপাচার মামলার (West Bengal Cattle Smuggling Case) তদন্তে নিযুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) সিবিআই (CBI)-এর প্রতিনিধিরা পৌঁছে গেলেন মলয় পীঠের কলেজে ৷ তিনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) 'খাস লোক' বলেই দাবি সংশ্লিষ্ট মহলের !

বোলপুর, 14 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পরই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি ৷ এবার সেই মলয় পীঠের কলেজেই অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) সিবিআই (CBI) ৷ বুধবার বোলপুরে মলয়ের 'ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ'-এ পৌঁছে যায় সিবিআই-এর প্রতিনিধিদল ৷ সেই দলে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চারজন আধিকারিক ৷

উল্লেখ্য, গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করার পরই বীরভূমের নানা জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেই তালিকায় অন্যতম ছিল, ভোলেবোম রাইস মিল ৷ সেই চালকলের গ্য়ারাজ থেকে একাধিক দামি গাড়ির উদ্ধার করা হয় ৷ তার মধ্য়েই একটি এসইউভি-এর মালিকানা রয়েছে স্বাধীন ট্রাস্টের নামে ৷ এই স্বাধীন ট্রাস্টের সঙ্গেই যুক্ত রয়েছেন মলয় পীঠ ৷

আরও পড়ুন: ওঁর স্ত্রীর অসুস্থতার সময় 66 লক্ষ টাকা দিয়ে এখনও ফেরত পাইনি, জেরা শেষে বিস্ফোরক অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী

অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে নথিভুক্ত চালকলের গ্যারাজ থেকে তাঁর সংস্থার গাড়ি উদ্ধার হল কেন ? এই প্রশ্নের উত্তরে মলয় জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অনুব্রতর সম্পর্ক অত্যন্ত ভালো ৷ এমনকী, মলয় বোলপুরে যে পলিটেকনিক কলেজ খুলেছেন, তার পত্তনেও কেষ্টদার অবদান অস্বীকার করেননি মলয় ! তাঁর দাবি ছিল, কেষ্টদার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই তাঁকে সংশ্লিষ্ট গাড়িটি দেওয়া হয়েছিল ৷ এমনকী, সিবিআই-এর ধরপাকড় শুরু হওয়ার পরও অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছিলেন মলয় ৷

এবার সেই মলয়ের কলেজেই হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, গরুপাচারের কোটি কোটি কালো টাকা কীভাবে সাদা করা হয়েছিল, তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাই অনুব্রত ঘনিষ্ঠদের আর্থিক ক্রিয়া-কর্মের উপর শুরু হয়েছে নজরদারি ৷ মলয় পীঠও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম নন ৷

প্রসঙ্গত, এদিন দুপুর থেকেই বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে অনুব্রত ঘনিষ্ঠ রাইস মিল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, স্বর্ণ ব্যবসায়ী সুজিত দে-সহ সংশ্লিষ্ট ব্যাংক আধিকারিক এবং রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের জেরা করে সিবিআই ৷ আর তারপরই মলয় পীঠের কলেজে পৌঁছে যান গোয়েন্দারা ৷ এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated :Sep 14, 2022, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.