Bolpur Child Murder: 'রাজনীতি করতে আসিনি', নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য সুকান্তর

author img

By

Published : Sep 22, 2022, 8:34 PM IST

Bolpur Child Murder Sukanta Majumdar meets family members of deceased boy

বোলপুরে শিশু খুনের (Bolpur Child Murder) ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ৷ বৃহস্পতিবার নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করার পর আর কী কী বললেন তিনি ?

বোলপুর, 22 সেপ্টেম্বর: রাজনীতি নয়, সুবিচার চাই ৷ বোলপুরে শিশু খুনের (Bolpur Child Murder) ঘটনায় এই সুরই শোনা গেল বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলায় ৷ তাঁর সাফ কথা, "আমরা এই ঘটনা নিয়ে কোনও রাজনীতি করতে আসিনি ৷ তবে, আমাদের দল পরিবারের পাশে আছে ৷ পরিবারের সদস্যরা যদি কোনওরকম আইনি সহযোগিতা চান, আমরা তা অবশ্যই করব ৷" একইসঙ্গে, এই খুনের তদন্ত প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত ৷

বৃহস্পতিবার যে সুকান্ত মজুমদার বোলপুর আসবেন, সেকথা আগেই জানিয়েছিলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷ সেই মতোই এদিন আরও চারজন দলীয় জনপ্রতিনিধিকে বীরভূম পৌঁছে যান সুকান্ত ৷ কিন্তু, লকেটের মতো তাঁকেও গ্রামে ঢোকার সময় বাধার মুখে পড়তে হয় ৷ পরে অবশ্য নিহত শিশুর বাড়ি পর্যন্ত পৌঁছে যান তাঁরা ৷ সেখানে প্রায় 20 মিনিট থাকেন বিজেপি-এর প্রতিনিধিরা ৷ কথা বলেন নিহত শিবম ঠাকুরের পরিবারের সদস্যদের সঙ্গে ৷

আরও পড়ুন: শান্তিনিকেতন থানার সামনেই মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াল বিজেপি

শিশুর বাড়ি থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, পুলিশের তদন্তে তিনি নিজে অন্তত সন্তুষ্ট নন ৷ কারণ, একটি শিশুকে বাড়ির কাছেই অন্য একটি বাড়িতে খুন করে লুকিয়ে রাখা হল, অথচ পুলিশ জানতে পারল না, এটা হতে পারে না ! প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত রুবি বিবিকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে খুন করার (Santiniketan Child Murder) কথা স্বীকারও করেছেন তিনি ৷ কিন্তু, সুকান্তর দাবি, ওই মহিলা একা এই কাজ করেছেন বলে তিনি মনে করেন না ৷ নিহত শিবম ঠাকুরের পরিবারের সদস্যরাও নাকি একই সন্দেহ প্রকাশ করেছেন ৷ সেক্ষেত্রে তদন্ত আরও ভালোভাবে হওয়া উচিত বলে দাবি করেন সুকান্ত ৷ একইসঙ্গে তিনি জানান, শিশুর পরিবারের সদস্যরা চাইলে বিজেপি-এর তরফ থেকে তাঁদের সবরকম আইনি সহায়তা দেওয়া হবে ৷

নিহত শিশুর পরিবারের পাশে থাকার বার্তা সুকান্ত মজুমদারের ৷

গত 18 সেপ্টেম্বর থেকে নিখোঁজ থাকার পর ছোট্ট শিবমের দেহ উদ্ধার হয় গত 20 সেপ্টেম্বর ৷ ধৃত রুবি বিবির বাড়ির চাল থেকে শিশুটির বস্তাবন্দি পচা, গলা দেহ উদ্ধার হয় ৷ ঘটনাটি ঘটে শান্তিনিকেতন থানা এলাকার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় ৷ বুধবার এই গ্রামে আসেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ প্রবল বাধা অতিক্রম করে গ্রামে পৌঁছলেও লকেটের সঙ্গে শিবমের বাবা-মায়ের দেখা হয়নি ৷ বিজেপি নেত্রীর অভিযোগ ছিল, ওই দম্পতিকে 10 লক্ষ টাকা দিয়ে লুকিয়ে রাখা হয়েছে ! একইসঙ্গে তিনি জানান, ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই করবেন ৷ তবে, বুধবার লকেট যতটা আক্রমণাত্মক ভঙ্গিতে এইসব অভিযোগ তুলেছিলেন, তুলনায় বৃহস্পতিবার অনেকটাই শান্ত ছিলেন সুকান্ত ৷ রাজনীতি এড়িয়ে তিনি বরং শিশুটির পরিবারের সুবিচারের পক্ষেই বেশি জোর দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.