Santiniketan Child Murder: শান্তিনিকেতন থানার সামনেই মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াল বিজেপি

author img

By

Published : Sep 21, 2022, 6:39 PM IST

Updated : Sep 21, 2022, 6:47 PM IST

BJP Agitation in front of Santiniketan Police Station to protest Bolpur Child Murder

বোলপুরে 'শিশুহত্যা'র (Bolpur Child Murder) প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banejee) কুশপুতুল দাহ করল বিজেপি ৷ শান্তিনিকেতন থানার (Santiniketan Police Station) সামনে পালিত এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷

বোলপুর, 21 সেপ্টেম্বর: বীরভূমের বোলপুরে 'শিশুহত্যা'র (Bolpur Child Murder) প্রতিবাদে প্রায় 2 ঘণ্টা ধরে বিক্ষোভ অবস্থানে সামিল হলেন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷ এদিন শান্তিনিকেতন থানার (Santiniketan Police Station) সামনে তাঁর নেতৃত্বেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷ সেই কর্মসূচির শেষে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banejee) কুশপুতুল দাহ করা হয় ৷

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, বোলপুরে নিহত শিশুর পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে বুধবার তাঁদের বাড়িতে যাবেন লকেট ৷ কিন্তু, বোলপুরে এসেই প্রবল বাধার মুখে পড়তে হয় লকেটকে ৷ শুনতে হয় 'গো-ব্যাক' স্লোগান ৷ এর পালটা লকেট বলেন, তাঁদের গো-ব্যাক স্লোগান দিয়ে কোনও লাভ নেই ৷ কারণ, 24 সালের আগে তৃণমূলই গো-ব্যাক হয়ে যাবে ! একইসঙ্গে লকেট জানান, বৃহস্পতিবার বোলপুরে আসবে বিজেপি'র প্রতিনিধিদল ৷ তার নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এর কয়েক দিনের মধ্যেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে এখানে আসবেন ৷ লকেটের সাফ কথা, যত দিন পর্যন্ত নিহত শিশুর পরিবার সুবিচার না-পাচ্ছে, ততদিন বিজেপি ওই পরিবারের পাশে থাকবে ৷ ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷

আরও পড়ুন: গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কিতে শান্তিনিকেতনের গ্রামে ঢুকতে পারলেন না লকেট

উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর সকাল সাড়ে ন'টা নাগাদ নিখোঁজ হয়ে যায় শিবম ঠাকুর ৷ এর দু'দিন পর গত 20 সেপ্টেম্বর প্রতিবেশী রুবি বিবির বাড়ির চাল থেকে শিশুটির পচা, গলা দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনাটি ঘটে শান্তিনিকেতন থানা এলাকার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় ৷ এরপরই রুবি বিবির বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, শিশুটিকে খুন করা হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিকেট বসাতে হয় ৷

থানার সামনেই বিক্ষোভ ৷

বুধবার প্রথমে শান্তিনিকেতন থানায় আসেন লকেট চট্টোপাধ্যায় ৷ পরে নিহত শিশুর গ্রামে যান তিনি ৷ কিন্তু, গ্রামে পুলিশের সামনেই তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷ বিজেপি নেত্রীকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ৷ এর জেরে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ এরপর গ্রাম থেকে বেরিয়ে এসে শান্তিনিকেতন থানার সামনে ধর্নায় বসে পড়েন লকেট ৷ প্রায় দু'ঘণ্টা এই কর্মসূচি চলে ৷ লকেটের অভিযোগ, নিহত শিশুর মা-বাবাকে ক্ষতিপূরণের নাম 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে ৷ তাঁদের বাইরে লুকিয়ে রাখা হয়েছে ৷ আর সেই কারণেই লকেট তাঁদের সঙ্গে দেখা করতে পারেননি ৷ তবে, এভাবে বেশি দিন তাঁদের আটকে রাখা যাবে না বলেও কার্যত হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী ৷

Last Updated :Sep 21, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.