Bankura Accident: বাঁকুড়ায় বেপরোয়া বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালকের

author img

By

Published : Aug 8, 2022, 12:46 PM IST

Bankura Accident News

দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শালতোড়া থানার মেজিয়া থেকে কুস্থলিয়া রাজ্য সড়কের ওপরে কাঁটাবাইদের কাছে (Bankura Accident) ৷

বাঁকুড়া, 8 অগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক (Bankura Accident) । মৃতের নাম শুভদীপ মাঝি (13) ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে । বাঁকুড়া জেলার শালতোড়া থানার মেজিয়া থেকে কুস্থলিয়া রাজ্য সড়কের উপরে কাঁটাবাইদের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় তাঁর প্রাণ গেল ।

স্থানীয় সূত্রে খবর, শ্রাবণ মাসের রবিবার এবং সোমবার রাস্তা দিয়ে শিবের মাথায় জল ঢালতে যায় অনেক পুণ্যার্থী ৷ তাদের সঙ্গে কিছু গাড়িও যাতায়াত করে ৷ সেই গাড়ি দেখতে গিয়েছিল ওই নাবালক । রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে থাকা শুভদীপকে মেজিয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টর ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ৷

বাঁকুড়ায় বেপরোয়া বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালকের

আরও পড়ুন: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, ধৃত মহিলা চালক

স্থানীয়দের অভিযোগ, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বালির গাড়ি চলাচল যেখানে বন্ধ আছে, সেখানে কীভাবে বেপরোয়া গাড়ি চলে ৷ এতে পুলিশেরও মদত আছে বলে দাবি তাঁদের । সকালে দুর্ঘটনা ঘটার পরে কোনও পুলিশি তৎপরতা চোখে পড়েনি ৷ ঘাতক ওই ট্রাক্টরটির নম্বর প্লেট এবং বৈধ চালান ছিল না বলেই দাবি স্থানীয়দের একাংশের । এরপরেও যাতে কাউকে দুর্ঘটনার কবলে পড়তে না হয়, তার দাবি তুলে আন্দোলনের পথে স্থানীয়রা ৷ যতক্ষণ না এর কোনও সুরাহা মিলবে ততদিন আন্দোলন চলবে বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.