Shahid Samman Yatra : পুলিশি বাধা কাটিয়ে নিহত কর্মীর বাড়িতে মন্ত্রী সুভাষ সরকার

author img

By

Published : Aug 24, 2021, 12:58 PM IST

সুভাষ সরকার

কথা দিয়েছিলেন 24 ঘণ্টার মধ্যে নিহত দলীয় কর্মী অজিত মুর্মুর বাড়িতে পৌঁছবেন ৷ সেই মতোই আজ সকালে নিহত কর্মীর বাড়িতে পৌঁছে তাঁকে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুভাষ সরকার ৷

রানিবাঁধ, 24 অগস্ট : রানিবাঁধ বিধানসভার হলুদকানালীতে সোমবার বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশ নেন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ৷ গন্তব্য ছিল 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে নিহত বিজেপি কর্মী অজিত মুর্মুর বাড়ি ৷ কিন্তু মাঝপথে শহিদ সম্মান যাত্রা আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশের এই আচরণের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী-সহ ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাস্তায় ধর্নায় বসে পড়েন । সেই সময় মন্ত্রী সুভাষ সরকার জানান, 24 ঘণ্টার মধ্যে শহিদের বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ সেই কথা রাখলেন তিনি ৷

আজ সকালে নিহত দলীয় কর্মী অজিত মুর্মুর বাড়ি পুনশা গ্রামে যান কেন্দ্রীয় মন্ত্রী ৷ সঙ্গে ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সেখানে পৌঁছে মানপত্র ও শাল দিয়ে নিহত কর্মীর স্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি অজিত মুর্মুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী সুভাষ সরকার ৷

পুলিশি বাধা কাটিয়ে কথা মতো নিহত কর্মীর বাড়িতে পৌঁছলেন মন্ত্রী সুভাষ সরকার

আজ নিহত দলীয় কর্মীর বাড়ি পৌঁছে তিনি বলেন, "2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের এক বিজেপি কর্মী অজিত মুর্মুকে তৃণমূলের গুন্ডারা খুন করে ৷ গতকাল আমরা অজিতের বাড়ি আসতে চাইলে পথে পুলিশ প্রশাসন আমাদের আটকে দেয় ৷ সেখানেই সিদ্ধান্ত নিই 24 ঘণ্টার মধ্যে এখানে আসব ৷ সেই কথা মতোই আজ এখানে এসে ভাই অজিতকে শ্রদ্ধা জানালাম ৷ ওঁর মা, স্ত্রী, পুত্র ও দাদার সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করলাম ৷"

আরও পড়ুন : Shahid Samman Yatra : তালিবানি শাসন চলছে, শহিদ সম্মান যাত্রায় পুলিশি বাধায় মন্তব্য সুভাষ সরকারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.