Dvc : তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে ভরেছে জমি, সাংসদের কাছে ডিভিসি থেকে ক্ষতিপূরণের দাবি কৃষকদের

author img

By

Published : Oct 3, 2021, 8:31 PM IST

Bankura

স্থানীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে ভরেছে গোটা এলাকা ৷ কৃষি জমিগুলিও পুরোপুরি ঢেকেছে ছাইয়ে ৷ চরম সমস্যার মুখে পড়েছেন কৃষকরা ৷ শনিবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় কৃষকরা ৷

বাঁকুড়া, 3 অক্টোবর : মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বর্ষণে বানভাসি বাঁকুড়ার একাধিক এলাকা । এই ব্যাপক বৃষ্টিতে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেসে আসা ছাইয়ে চাপা পড়ল গঙ্গাজলঘাটির লটিয়াবনী থেকে বড়জোড়ার মেটেলি প্রর্যন্ত প্রায় কয়েকশ একর আমন ধানের জমি ৷ এখন জল সরে গেলেও জমি-সহ ধান গাছ সব ছাই চাপা পড়ে রয়েছে । তাই চরম ক্ষতির মুখে এলাকার কৃষকরা । তাঁদের অভিযোগ, বারবার এই বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

এর মধ্যে শনিবার বাঁকুড়ার বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : Bankura : 5 দফা দাবি নিয়ে জেলাশাসককে স্মারকলিপি বাঁকুড়ার ডেকোরেটার্স সংগঠনের

এদিন তাঁরা বড়জোড়া বিধানসভার মেটালি, ন'পাড়া, মাধবপুর, মালিয়াড়া প্রভৃতি গ্রাম পরিদর্শন ও ত্রাণ দিতে গেলে তাঁদের কাছে পেয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় কৃষকরা । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন, ডিভিসির পক্ষ থেকে যাতে কৃষিপণ্যের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং জমি থেকে ছাই তুলে তা যেন পুনরায় চাষযোগ্য করে দেওয়া হয় ।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ডিভিসির ছাইয়ে যে জমি ভরাট হয়ে গিয়েছে, সেই জমিই তাঁদের সারা বছরের জীবিকার একমাত্র সম্বল । এখন ওই জমি থেকে ছাই তোলা না হলে ভবিষ্যতে চাষ করা যাবে না ৷ এ বছর যে আমন ধান আর কয়েকদিন পর গোলায় উঠত ছাই চাপা পড়ে যাওয়ায় তা আর পাওয়া যাবে না ।

আরও পড়ুন : 100 Days' Work Scheme : 100 দিনের কাজে রাজ্যে প্রথম, প্যানডেমিক পরিস্থিতিতেও নজির গড়ল বাঁকুড়া

যদিও এই বিষয়ে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ডিজিএম প্রবীরকুমার চাঁদ বলেন, "এটা প্রাকৃতিক দুর্যোগ । সারা পশ্চিমবাংলা ভাসছে । তাই এই ক্ষতির জন্য ডিভিসি দায়ী নয় । ক্ষতিপূরণ দেওয়া ডিভিসির পক্ষে সম্ভবও নয় । তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ।"

এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কৃষকদের আশ্বস্ত করে জানান, ডিভিসি যাতে এই এলাকার চাষিদের ক্ষতিপূরণ দেয় সে বিষয়টি তিনি পার্লামেন্টে তুলবেন এবং এই বিষয়ে বিভাগীয় মন্ত্রীর সঙ্গেও কথা বলবেন ।

আরও পড়ুন : Mukutmanipur Dam : প্রবল বর্ষণ, মুকুটমনিপুর জলাধার থেকে ছাড়া হল জল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.