Patta of Land : পুজোর আগে জমির পাট্টা পেয়ে খুশি ডোকরা শিল্পীরা

author img

By

Published : Oct 9, 2021, 10:37 PM IST

Patta of Land

আগে খুব কম মানুষ এই ডোকরা গ্রামের কথা জানতেন ৷ কিন্তু, নেট দুনিয়ায় প্রচারে এখন বহু মানুষ এই গ্রামের ডোকরার কথা জেনেছেন ৷ তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন ৷ এমনকি বিদেশি পর্যটকরাও আসছেন ৷ পছন্দ মতো কিনে নিয়ে যান ঘর সাজানোর সুন্দর সুন্দর ডোকরার মূর্তি ৷

বাঁকুড়া, 9 অক্টোবর : বাঁকুড়া শহর থেকে 4 কিলোমিটার দূরে ছোটো গ্রাম বিকনা ৷ শিল্পকলার গ্রাম, শিল্পীদের গ্রাম ৷ আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শিল্পসত্ত্বা ৷ লোকে বলে ডোকরা গ্রাম ৷ গ্রামে ঢুকলেই চোখে পড়বে ছোটো ছোটো বাড়ি-ঘর ৷ যেখানে মহিষাসুরমর্দিনী, সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ-সহ নানা ধরণের মূর্তিকে পিতলের ক্যানভাসে ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। আর এই ডোকরা দিয়ে নিজেদের ঘর সাজিয়ে তোলেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা।

ডোকরা প্রাচীন শিল্প ৷ যার ঐতিহ্য বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৷ বাঁকুড়ার এই ডোকরা গ্রাম তার মধ্যে অন্যতম ৷ কিন্তু, কয়েকদিন আগেও গ্রামের শিল্পীদের অবস্থা ততটা ভাল ছিল না ৷ পুরো ৫৫টি পরিবার এককথায় ভূমিহীন বললেই চলে ৷ একটা সময় লাভের মুখ তো দূরের কথা, শিল্পীদের অভাবে দিন কাটাতে হয়েছে ৷ আজও হয়তো কিছুটা সমস্যা রয়েই গিয়েছে ৷ এসবের পরেও এখন ছবিটা কিছুটা হলেও অন্যরকম ৷ রাজনীতির পালাবদলের সঙ্গে সঙ্গে ডোকরার চাহিদা বেড়েছে ৷ বাঁকুড়ার এই প্রান্তিক শিল্প তালুকে বেড়েছে পর্যটকদের আনা-গোনাও ৷ গড়ে উঠেছে গেস্ট হাউস ৷ আরও কর্মমুখী হচ্ছে মানুষ ৷ রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিও রাখল শারদীয়ার প্রাক্কালে ৷

পুজোর আগে জমির পাট্টা পেয়ে খুশি ডোকরা শিল্পীরা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে বাঁকুড়া ব্লক 2 পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় বিকনা শিল্প পাড়ায় ৫৫টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বাঁকুড়া 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভব্রত চক্রবর্তী-সহ স্থানীয় অনেক বিশিষ্ট মানুষজনও উপস্থিত ছিলেন। শারদীয়ার আগের মুহূর্তে আন্তর্জাতিক মানের শিল্পীদের কাছে এ যেন শারদীয়ার উপহার।

আরও পড়ুন : পুজোর মুখে খুলল জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিষ্ণুপুরের পোড়ামাটির হাট

আগে খুব কম মানুষ এই ডোকরা গ্রামের কথা জানতেন ৷ কিন্তু, নেট দুনিয়ায় প্রচারে এখন বহু মানুষ এই গ্রামের ডোকরার কথা জেনেছেন ৷ তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন ৷ এমনকি বিদেশি পর্যটকরাও আসছেন ৷ পছন্দ মতো কিনে নিয়ে যান ঘর সাজানোর সুন্দর সুন্দর ডোকরার মূর্তি ৷ সব মিলিয়ে বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্পীরা রাজ্য সরকারের এই ধরনের শারদ উপহার পেয়ে খুব খুশি। তাঁদের চোখে যা স্বপ্নপূরণ ৷ এবার ডোকরা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.