Dilip Ghosh: ইডি ও সিবিআই হাতে ধরার সাপ নয়, কেউটে, তোপ দিলীপের

author img

By

Published : Sep 11, 2022, 11:46 AM IST

Updated : Sep 11, 2022, 12:28 PM IST

Dilip Ghosh

ইডি ও সিবিআই ধরার সাপ নয়, কেউটে ৷ তাদের হাত থেকে কারও নিস্তার নেই ৷ বাঁকুড়ার খাতড়ায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

বাঁকুড়া, 11 সেপ্টেম্বর: শনিবার বিকেলে খাতড়ার বিজয় দাস মোড়ে বিজেপির তরফে 13 সেপ্টেম্বর 'নবান্ন চলো'-এর কর্মসূচির প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় । এই সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার(Subhas Sarkar) বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ছাড়াও জেলার একাধিক নেতা উপস্থিত ছিলেন ।

এদিন খাতড়ার এটিএম মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে সারা শহর পরিক্রমা করার কথা ছিল ৷ কিন্তু পুলিশি বাঁধার মুখে সেই পরিক্রমা থেকে পিছু হটে বিজেপি কর্মীরা । তারপর সভাস্থলে ফিরে গিয়ে জনসভাতে অংশ নেয় তারা । সেখানে খোলা মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বর্তমান রাজ্য সরকারকে এক হাত নেন ৷ তিনি বলেন, "ইডি ও সিবিআই ধরার সাপ নয়, কেউটে ৷ তাদের হাত থেকে কেউ পার পাবে না। ছোবল মারলে মরে যাবেন ৷ "

ইডি ও সিবিআই হাতে ধরার সাপ নয়, কেউটে; তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের

দিলীপ কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) বলেন, "দিদি মালা ও মিষ্টি নিয়ে বসে আছেন ৷ ভাই বাইরে আসবে তিনি মালা পড়াবেন ৷ কিন্তু চাপ নেই সেই মালা শুকিয়ে যাবে। মিষ্টিও নষ্ট হয়ে যাবে ৷ ভাই কেষ্ট আর বাইরের আলো দেখবে না ৷ অপরাধ করে পার পেয়ে যাওয়ার দিন চলে গিয়েছে ৷ তৃণমূলের সব কালো টাকা বের হয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সন্দেহ !' মমতাকে কটাক্ষ দিলীপের

এদিন তিনি আরও বলেন, "রাজ্যের চারিদিকে পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে ৷ অপরদিকে তৃণমূল নেতাদের কেস সামলাচ্ছে । বাইরের রাজ্য থেকে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ৷ আর রাজ্যের পুলিশ চুপচাপ দেখছে ৷ মহিলারা অত্যাচারিত হচ্ছে, এটা বেশিদিন আর চলবে না ।" দিলীপ পুলিশকে কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, "যদি আমাদের কার্যক্রমে বাধা দেন, আমরা ছেড়ে কথা বলব না ।"

Last Updated :Sep 11, 2022, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.