Dengue in Bankura: বাঁকুড়ায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, একই ওয়ার্ডে আক্রান্ত প্রায় 50

author img

By

Published : Sep 17, 2022, 10:57 PM IST

Dengue in Bankura

বাঁকুড়াতেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা (Dengue in Bankura) ৷ সচেতনতামূলক প্রচার পৌরসভার (Dengue cases are increasing in Bankura) ৷

বাঁকুড়া, 17 সেপ্টেম্বর: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ক্রমে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েকদিন ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী (Dengue cases are increasing in Bankura) ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন মারাও গিয়েছেন । বাঁকুড়াতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ (Dengue in Bankura) ৷ বাঁকুরা শহরের পৌর এলাকায় শুধুমাত্র একটি ওয়ার্ডেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় 50 জন ৷

বাঁকুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে এই ডেঙ্গির প্রকোপের ঘটনা ঘটেছে ৷ এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই ওয়ার্ডের নালা-নর্দমাগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি ৷ তার জেরেই হয়তো ডেঙ্গির (Dengue) এই প্রকোপ ৷ শনিবার সকালে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে মেডিক্যাল টিম ওই এলাকা পরিদর্শনে যায় ৷ এলাকাবাসীকে অনুরোধ করা হয় জল জমতে না দিতে এবং এলাকা পরিষ্কার-পরিছন্ন রাখতে । পৌরসভার তরফে বাড়ি বাড়ি গিয়ে জন-সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কোনও উপসর্গ দেখা দিলেই ডেঙ্গির পরীক্ষা করার কথা বলা হচ্ছে ৷

আরও পড়ুন: ডেঙ্গি রোধে বেসরকারি হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ স্বাস্থ্য ভবনের

ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বাঁকুড়া পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল শেখ আজিজুর রহমান অবশ্য ঘিঞ্জি এলাকায় জমা জলের সমস্যার কথা মেনে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন ইতিমধ্যেই বাঁকুড়া পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের বিশেষ দল এলাকায় এসে কাজ শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.