Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

author img

By

Published : Aug 30, 2021, 1:44 PM IST

Updated : Aug 30, 2021, 3:18 PM IST

s

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তন্ময় ঘোষ ৷ বললেন, দলমত নির্বিশেষে সমস্ত জনপ্রতিনিধিদের বলব, সবাই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান ।

বিষ্ণুপুর, 30 অগস্ট: বিজেপিতে বড় ভাঙন ৷ দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বললেন, বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলে যোগ দিলাম ৷

তৃণমূলে যোগ দিয়ে বিজেপি বিধায়ক আরও অভিযোগ করলেন, গত বিধানসভা নির্বাচনে বলপূর্বক বাংলা দখলের চেষ্টা করেছিলেন মোদি অমিত শাহ-রা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমার দলত্যাগ। যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে সকলকে ভয় দেখানো হচ্ছে, বাঙালির অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করা উচিত। তন্ময় ঘোষ বলেন, দলমত নির্বিশেষে সমস্ত জনপ্রতিনিধিদের বলব, সবাই বাংলার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ান ।

শুনুন কী বললেন তন্ময় ঘোষ ও ব্রাত্য বসু৷

বিজেপি নেতার তৃণমূলে যোগদান প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই বাংলার বিজেপি নেতারা গুজরাত-উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের খবরদারি মেনে নিতে পারছেন না ৷ সেই কারণেই এই দলত্যাগ। ব্রাত্য আরও জানান, আজ একা তন্ময় যোগ দিলেও আগামী দিনে এই সংখ্যাটা বাড়তে চলেছে।

আরও পড়ুন: Shikha Mitra : 6 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখার

একুশের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। এর পর তন্ময় ঘোষ সেই বিধায়ক, যিনি পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে গেলেন।

Last Updated :Aug 30, 2021, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.