CRPF Death : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, আসাম থেকে জওয়ানের কফিনবন্দি দেহ এল বাঁকুড়ার বাড়িতে

author img

By

Published : Oct 19, 2021, 12:25 PM IST

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার জওয়ানের

আসামে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের ৷ মৃত জওয়ান পরিমল ঘোষের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে ৷

বিষ্ণুপুর, 19 অক্টোবর : কয়েকদিন আগেই বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফের কাজে যোগদান করেছিলেন ৷ পুজোয় ছুটি না থাকায় বলে আবার জানুয়ারিতে ফিরবেন বলে বাড়িতে জানিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু ফিরলেন তার আগেই ৷ তবে কফিনবন্দি হয়ে ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে 16 অক্টোবর মারা যান সিআরপিএফে কর্মরত বাঁকুড়ার বিষ্ণুপুর নিবাসী জওয়ান পরিমল ঘোষ (42) ৷

পরিমলবাবু আসামের তিনসুকিয়ায় কর্মরত ছিলেন । সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হয় তাঁর ৷ সোমবার সন্ধ্যায় জাতীয় পতাকায় মোড়া তাঁর কফিনবন্দি দেহ পৌঁছয় বিষ্ণুপুর শহরে । বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই মেয়ে ৷

এদিন পরিমলবাবুর দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ৷ হাজির ছিলেন প্রশাসনিক কর্তারা ৷ কিছুক্ষণ বাড়িতে রাখার পর বাইক র্যালি করে মৃতদেহ সৎকারের উদ্দেশে নিয়ে যাওয়া হয় ৷ এরপর দাহ করার আগে যথাযথ মর্যাদায় পরিমলবাবুকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার জওয়ানের

বিএসএফে কর্মরত পরিমলবাবুর ভাই কাজল ঘোষ বলেন,"21 বছর ধরে দাদা এই পেশায় ছিলেন ৷ কয়েকদিন আগেই বাড়ি এসেছিলেন তিনি ৷ ফের জানুয়ারিতে বাড়ি আসার কথা ছিল তাঁর ৷ কিন্তু তার আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেই পারিনি ৷"

বিষ্ণুপুর পৌরসভার উপ-পৌরপ্রধান গৌতম গোস্বামী বলেন, "পরিমল অত্যন্ত ভাল ছেলে ছিল ৷ তাঁর এই প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ৷ বিষ্ণুপুর পৌরসভার তরফ থেকে যা যা করণীয় তা আমরা করলাম ।"

আরও পড়ুন : Flower cultivators : লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.