দুষ্কৃতীর হাতে কামড় দিয়েই দৌড়, পালিয়ে বাঁচল অপহৃত বালিকা

author img

By

Published : Jul 6, 2021, 10:11 AM IST

আলিপুরদুয়ারে বালিকা অপহরণ

গভীর রাতে মায়ের পাশ থেকে বাচ্চা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায় অপহরণকারী ৷ ঘুম ভাঙলে বাচ্চা মেয়েটি বুঝতে পারে তাকে তুলে নিয়ে আসা হয়েছে ৷ সজোরে কামড় বসায় দুষ্কৃতীর হাতে ৷ তারপরই এক দৌড়ে বাড়ি ৷ দুঃসাহসী বালিকার উপস্থিত বুদ্ধির গল্প এখন আলিপুরদুয়ারের শামুকতলায় লোকের মুখে মুখে ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বালিকার পরিবার ৷

আলিপুরদুয়ার, 6 জুলাই : ঘুম ভাঙলে বুঝতে পারে সে কারো কোলে রয়েছে ৷ কিন্তু থাকার কথা তার বাড়ির বিছানায় ৷ শেষ পর্যন্তও সে সেখানেই ছিল যে ৷ এখন যার কোলে রয়েছে সেই লোকটা মোটেও চেনা নয় ৷ 9 বছরের বাচ্চা মেয়েটির বুঝতে অসুবিধা হল না যে তাকে 'চুরি' করে নিয়ে যাচ্ছে লোকটা ৷ তখনও তাকে চেনা এলাকা থেকে বেশি দূরে নিয়ে যেতে পারেনি দুষ্কৃতী ৷ ভয় লেগেছিল ভীষণ ৷ তাও সমস্ত সাহস জড়ো করে সজোরে কামড় বসাল লোকটার হাতে ৷ আর তারপরই মরণ-দৌড় ৷ মুষলধারে বৃষ্টির মধ্যেই দৌড়ে বাড়ির দিকে ৷ শুধু উপস্থিত বুদ্ধি আর মনের জোরে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফিরল ছোট্ট বীরাঙ্গনা !

মুষলধারে বৃষ্টি চলছিল রবিবার গভীর রাতে ৷ তার মধ্যেই ক্লাস থ্রি-র পড়ুয়াকে তার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে দুষ্কৃতী ৷ মাটির বাড়ির ঘরে বিছানায় মায়ের পাশেই ঘুমোচ্ছিল সে ৷ বাবাও ছিল পাশেই ৷ পরে ঘুম ভাঙলে বুঝতে পারে তাকে নিয়ে পালাচ্ছে একটা লোক ৷ বাচ্চা মেয়েটির মা জানায়, দরজায় আওয়াজ পেয়ে তাঁর ঘুম ভেঙে যায় ৷ অন্ধকারের মধ্যেও বুঝতে পারেন মেয়ে পাশে নেই ৷ স্বামীকে তোলেন ঘুম থেকে ৷ আলো জ্বালাতে গিয়ে দেখেন বাল্বের তারটি প্লাগ থেকে খুলে পাশের বাঁশে বেশ করে পেঁচিয়ে রাখা আছে ৷ বোঝা যায় দুষ্কর্মটি ওই অপহরণকারীরই ৷ মেয়ে চুরির আগাগোড়া প্ল্যান ফেঁদেই এসেছিল সে ৷ বাল্বের তার ঠিক করে আলো জ্বালাতে সময় লেগে যায় খানিকক্ষণ ৷ আলো জ্বালাতে দেখেন মেয়ে ঘরে নেই ৷ তখন রাত একটা বাজে ৷ খোঁজ-খোঁজ, চিৎকার-চেঁচামেচিতে ততক্ষণে প্রতিবেশীরাও উঠে পড়েছেন ৷ পাড়ায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন সবাই ৷ তার মধ্যেই দেখা যায় পড়িমরি করে দৌড়ে আসছে মেয়ে ৷

শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছে বালিকার পরিবার । তবে ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার করা যায়নি ৷ বাচ্চা মেয়েটিও দুষ্কৃতীকে চিনতে পারেনি ৷

মায়ের পাশ থেকে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় আলিপুরদুয়ারের শামুকতলায় যারপরনাই আতঙ্ক ছড়িয়েছে ৷ এই ঘটনার পর পডোতলা লোয়াপাড়া এলাকায় সন্ধের পর তো বটেই বাচ্চাদের দিনেরবেলাতেও বাইরে যেতে দিতে ভয় পাচ্ছেন বাবা-মায়েরা ৷ তবে 9 বছরের মেয়ের সাহস দেখে বাকস্তব্ধ শামুকতলাবাসী ৷ গভীর রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একাই বাড়ি ফিরেছে সে । দুরন্ত মেয়েকে দেখতে দিনভর বাড়িতে ভিড় লেগেই রয়েছে ৷

আরও পড়ুন : এই 18টা মাস দুঃস্বপ্নের মতো কেটেছে, জীবনে কোনও দিনই ভুলব না...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.