আলিপুরদুয়ারে বড় ভাঙন, জেলা সভাপতি-সহ বিজেপির 8 নেতা তৃণমূলে

author img

By

Published : Jun 21, 2021, 5:39 PM IST

Updated : Jun 21, 2021, 5:45 PM IST

alipurduar bjp-district-president Gangaprasad Sharma-and-8 other BJP leaders-join-tmc

এদিন তৃণমূলে ভবনে এক অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি ছাড়াও আলিপুরদুয়ার বিজেপির আরও 7 নেতা তৃণমূলে যোগ দিলেন । তৃণমূলে যোগ দিলেন অসংখ্য বিজেপি কর্মীও ।

কলকাতা, 21 জুন: তৃণমূলে ফিরেই কর্মব্যস্ত 'চাণক্য' । উত্তরবঙ্গের বিজেপি সংগঠনে বড় ভাঙন ধরালেন মুকুল রায় । সোমবার তাঁর হাত ধরে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে ।

এদিন তৃণমূলে ভবনে এক অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি ছাড়াও আলিপুরদুয়ার বিজেপির আরও 7 নেতা তৃণমূলে যোগ দিলেন । তৃণমূলে যোগ দিলেন জেলার অসংখ্য বিজেপি কর্মীও । মেগা যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুকুল রায় ।

গঙ্গাপ্রসাদ শর্মা ছাড়াও জেলা বিজেপির সাধারণ সম্পাদক বীরেন্দ্র, সম্পাদক বিনোদ ব্লিংজ, সহ-সভাপতি বিপ্লব সরকার, কুমারগ্রামের মণ্ডল প্রেসিডেন্ট নিশান লামা, কালচিনির আহ্বায়ক কৃপাশঙ্কর জয়সওয়াল, সহ-আহ্বায়াক ঈশ্বরকুমার বিশ্বকর্মা, অসীমকুমার লামারা তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছিলেন । দলের অনুমতি নিয়ে তাঁদের আজ ফেরানো হল ।

আরএসএস ঘনিষ্ঠ গঙ্গাপ্রসাদ শর্মা । 2019-এর লোকসভা নির্বাচনের আগেভাগে আলিপুরদুয়ার বিজেপির সভাপতির দায়িত্ব পান । এর পরই লোকসভায় ভাল ফল করে বিজেপি । একুশে নির্বাচনেও গঙ্গাপ্রসাদ শর্মার নেতৃত্বেই আলিপুরদুয়ারে 5 আসনই নিজেদের দখলে রাখে বিজেপি ৷

আজ তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "আলিপুরদুয়ারে বিজেপি ভাল ফল করা সত্ত্বেও কেন তৃণমূলে এলাম, এর উত্তর হল নির্বাচনের আগে থেকেই জেলাকে বাদের তালিকায় রেখে কাজ করেছিল বিজেপি হাইকমান্ড । দিল্লি, কলকাতায় নিয়ে গিয়ে যোগদান করানো হচ্ছিল নেতাদের । জেলাকে সে সব খবর দেওয়ার যোগ্য মনে করা হয়নি । তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় । প্রতিবাদও করেছিলাম । নির্বাচনের সময় দল ছাড়িনি । গদ্দারি করিনি । পাঁচ আসনে দলকে জিতিয়েছি । তখন থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলাম ।"

আরও পড়ুন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা

সোমবারের মেগা যোগদান পর্ব শেষে সুখেন্দুশেখর রায় বলেন, "বিজেপি দলে কপালকুণ্ডলার প্রয়োজন । যিনি বলবেন- পথিক তুমি কি পথ হারাইয়াছ ?’’

জন বারলার বিতর্কীত মন্তব্যের প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু বলেন, "একদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে ৷ আবার উত্তরবঙ্গ ভাঙনের কথা বলছে বিজেপি । আদর্শেই দ্বিচারিতা চলছে ! বাঙালি বিরোধিতা বিচার করে দেখা হোক ।"

Last Updated :Jun 21, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.