Tokyo Olympics : জেভরেভের কাছে হার, গোল্ডেন স্ল্যাম হল না জকোভিচের

author img

By

Published : Jul 30, 2021, 3:37 PM IST

Updated : Jul 31, 2021, 7:56 AM IST

tokyo olympics 2020

পুরুষদের সিঙ্গলসে আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে হেরে বিদায় নিলেন নোভাক জকোভিচ ৷

টোকিয়ো, 30 জুলাই : অলিম্পিকসে স্বর্ণ পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ টোকিয়ো থেকে সোনার পদক নিয়ে ফিরতে পারলেন না চলতি বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা ৷ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে তিন সেটের ম্যাচ 6-1, 3-6, 1-6 হেরে গেলেন নোভাক জকোভিচ ৷

কেরিয়ারে সোনার সময় চলছে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের ৷ ইতিমধ্যেই বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে ৷ বর্তমানে 20টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী জকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে একাসনে রয়েছেন ৷ অলিম্পিকসে সোনার পদক জয় জোকারের মুকুটে আরও একটি পালক যোগ করত ৷ গোল্ডেন স্ল্যামের অধিকারী হতে পারতেন তিনি ৷ কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল তাঁকে ৷ বিশ্বের দু নম্বর টেনিস খেলোয়াড় প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে হেরে বসলেন জোকার ৷

চ্যাম্পিয়নের মতোই ম্যাচের সূচনা করেন জকোভিচ ৷ 6-1 ব্যবধানে প্রথম সেটে অনায়াসে জিতে নিয়েছিলেন ৷ মনে হচ্ছিল ফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা ৷ কিন্তু প্রতিপক্ষ ছেড়ে দেওয়ার মতো নয় ৷ দ্বিতীয় সেটেই কামব্যাক করেন জেভরেভ ৷ পরপর দুটি সেট জিতে অলিম্পিকসে সোনার পদক জয়ের দৌড়ে টিকে রইলেন জার্মান টেনিস তারকা ৷ আর ছিটকে গেলেন জকোভিচ ৷ তবে টোকিয়োয় পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে জকোভিচের ৷ স্পেনের ক্যারেনো বুস্তার বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন তিনি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে সিন্ধু

এক ক্যালেন্ডারে ইয়ারে গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকস পদক জয়ের রেকর্ড রয়েছে স্টেফি গ্রাফের দখলে ৷ স্টেফির রেকর্ড ভাঙার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন জকোভিচ ৷ কিন্তু জকোভিচকে হারিয়ে নিজের দেশের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের রেকর্ড অক্ষত রাখলেন জেভরেভ ৷

Last Updated :Jul 31, 2021, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.