Novak Djokovic : ফ্লাশিং মেডোয় শেষ আটে জকোভিচ, ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে তিন ম্যাচ দূরে

author img

By

Published : Sep 7, 2021, 2:33 PM IST

Novak Djokovic

1880 সালের পর প্রথমবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না কোনও পুরুষ ও মহিলা মার্কিন টেনিস তারকা ৷ প্রথম সেট হেরেও ফ্লাশিং মেডোয় শেষ আটে পৌঁছলেন নোভাক জকোভিচ ৷ সেই সঙ্গে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে তিন ম্যাচ দূরে 'জোকার' ৷

নিউইয়র্ক, 7 সেপ্টেম্বর: প্রথম সেটে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে 1-6 উড়িয়ে দিয়ে আর্থার অ্যাশে কোর্টে নক্ষত্রপতনের ইঙ্গিত দিয়েছিলেন জেনসন ব্রুক্সবি । কিন্তু শেষরক্ষা করতে পারলেন না মার্কিন তরুণ৷ জকোভিচের অভিজ্ঞতার কাছে হার মানেন 6 ফুট 4 ইঞ্চির ব্রুক্সবি ৷ দুর্দান্ত প্রত্যাবর্তন করে 1-6, 6-3, 6-2, 6-2 -এ ম্যাচ জিতে নেন জকোভিচ ৷ ফ্লাশিং মেডোয় শেষ আটে পৌঁছে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র তিন ম্যাচ দূরে রয়েছেন 'জোকার' ৷

ইউএস ওপেনে জোকারের সামনে ইতিহাসের হাতছানি ৷ তবে এখনও পর্যন্ত জকোভিচের ফ্লাশিং মেডো'র সফর সম্পূর্ণ মসৃণ হয়নি৷ প্রথম তিন রাউন্ডে ধাক্কা খেলেও ম্যাচ জিতে মরসুমের চতুর্থ তথা শেষ গ্র্যান্ড স্ল্য়াম জেতার স্বপ্ন জিইয়ে রাখলেন সার্বিয়ান তারকা । চতুর্থ ওয়াইল্ড কার্ড হিসাবে টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া ব্রুক্সবির বিরুদ্ধেও প্রথম সেটে হার হজম করেন জোকার ৷

আরও পড়ুন: ওভালে বুমরার 'সেঞ্চুরি', ভাঙলেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড

কিন্তু ম্যাচ যত গড়ায় ততই নিজেকে বিশ্বের এক নম্বর হিসেবে মেলে ধরেন জকোভিচ । প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট থেকেই চেনা ছন্দে দেখা যায় সার্বিয়ান তারকাকে ৷ পরের তিন সেটেই মার্কিন তরুণের প্রথম সার্ভ ব্রেক করেই মনোবলে আঘাত হানতে সক্ষম হন ‘জোকার’। সেই সঙ্গে পরের তিন সেট জিতে কেরিয়ারে 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা। আর ব্রুক্সবির পরাজয়ের সঙ্গে সঙ্গে ইউএস ওপেনে মার্কিন প্রতিনিধিত্বও শেষ হয়ে গেল । 1880 সালের পর প্রথমবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না কোনও পুরুষ ও মহিলা মার্কিন টেনিস তারকা ৷

অন্যদিকে পুরুষ ডাবলসে রাজীব রাম ও জো স্যালিসবারির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হার মানল বোপান্না-ডডিচ জুটি । প্রথম সেট জিতেও বিদায় নিতে হয় রোহন বোপন্নাদের৷ সেই সঙ্গে ইউএস ওপেনে ভারতের হয়ে শেষ হয়ে গেল ৷ চুতর্থ বাছাই রোহন বোপান্না-ইভান ডডিচ জুটির লড়াইটা একেবারেই সহজ ছিল না। তবু তৃতীয় রাউন্ডে প্রথম সেট জিতেও পরাজিত হলেন বোপান্নারা। আড়াই ঘন্টার লড়াইয়ে 7-6 (3), 4-6, 6-7 (3) বোপন্না-ডডিচ জুটিকে হারায় মার্কিন-ইংলিশ জুটি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.