Davis Cup 2021: ক্রোটদের হারিয়ে তৃতীয়বার ডেভিস কাপ জয় রাশিয়ার

author img

By

Published : Dec 6, 2021, 12:17 PM IST

Russia wins Davis Cup

ডেভিস কাপের তৃতীয়বার খেতাব জিতল রাশিয়া (Russia wins Davis Cup) ৷ দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে দানিল মেদভেদেভের জয়ের সঙ্গে সঙ্গে খেতাব নিজেদের নামে করে নেয় রাশিয়ানরা ৷ ক্রোয়েশিয়াকে 2-0 তে হারিয়েছে তারা (Russia Beat Croatia in Davis Cup) ৷

মাদ্রিদ, 6 ডিসেম্বর : 2021 ডেভিস কাপ জিতল রাশিয়া (Russia wins Davis Cup) ৷ সেই সঙ্গে 15 বছরের অপেক্ষার অবসান হল রুশদের ৷ দানিল মেদভেদেভের আরও একটি দুর্দান্ত পারফর্মেন্সের জেরে ডেভিস কাপ নিজেদের নামে করল রাশিয়ান দল ৷ ক্রোয়েশিয়াকে 2-0 তে হারিয়ে (Russia Beat Croatia in Davis Cup) খেতাব অর্জন করেছেন মেদভেদেভরা ৷

দানিল মেদভেদেভ (Daniil Medvedev) টেনিস সার্কিটে অসাধারণ পারফর্ম করেছেন এবছর ৷ সেই ধারা বজায় রেখে ডেভিস কাপের ফাইলেন এদিন দ্বিতীয় সিঙ্গলসে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে স্ট্রেট সেটে হারান মেদভেদেভ ৷ ক্রোয়েশিয়ান প্রতিপক্ষকে 7-6 (7), 6-2 সেটে হারিয়ে 2006 সালের পর প্রথমবার রাশিয়ার ডেভিস কাপ জয়ের প্রতিক্ষার অবসান ঘটান তিনি ৷ তবে, নিজের সাফল্যের থেকেও দলের সাফল্যে তিনি বেশি খুশি বলে জানিয়েছেন মেদভেদেভ ৷

আরও পড়ুন : US Open 2021 : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

ম্যাচ শেষে সাক্ষাৎকারে দানিল বলেন, ‘‘আমি নিজের সাফল্যের থেকেও, দলের সাফল্যে অনেক বেশি খুশি ৷ আমাদের ভাল একটা দল আছে এবং তার পরিবেশও দুর্দান্ত ৷ এই দলের অংশ হতে পেরে এবং দলকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিতে পেরে আমি খুশি ৷’’ প্রসঙ্গত, ডেভিস কাপে এটা মেদভেদেভের পরপর পাঁচটি স্ট্রেট সেটে জয় ছিল ৷ বিশ্বের 2নং টেনিস তারকা তিন মাস আগেই যুক্তরাষ্ট্র ওপেনে এক নম্বর নোভাক জোকভিচকে হারিয়ে গ্র্যান্ড স্লাম জেতেন ৷

আরও পড়ুন : Sania Mirza: 2021’র প্রথম খেতাব জয় টেনিস তারকা সানিয়া মির্জার

মাদ্রিদে এরিনায় আয়োজিত ডেভিস কাপ (Davis Cup 2021) ফাইনালের প্রথম ম্যাচে আন্দ্রে রুবলেভ ক্রোয়েশিয়ার বোর্না গোজোকে স্ট্রেট সেটে হারিয়ে রাশিয়াকে এগিয়ে দিয়েছিলেন ৷ 2002 ও 2006 এর ডেভিস কাপ জেতার পর, আর এই ট্রফি ছুঁতে পারেনি রাশিয়া ৷ 15 বছর পর সেই প্রতিক্ষার অবসান হয়েছে ৷ অন্যদিকে, ক্রোয়েশিয়াও তাদের 3নং ডেভিস কাপ জয়ের লক্ষ্যে নেমেছিল ৷ এর আগে 2005 এবং 2018 সালে ডেভিস কাপ জেতে ক্রোয়েশিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.