Ukraine Football Team : জার্মান ক্লাবকে হারিয়ে বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের
Updated on: May 12, 2022, 12:59 PM IST

Ukraine Football Team : জার্মান ক্লাবকে হারিয়ে বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের
Updated on: May 12, 2022, 12:59 PM IST
চ্যারিটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউক্রেনের জাতীয় ফুটবল দল এবং জার্মান ক্লাব বরুসিয়া মনচেনগ্লাডবাখ ৷ 2-1 গোলে ম্যাচ জিতে নিল ওলেকজান্দ্রে পেত্রাকভের ছেলেরা ৷সাধারণত অন্য দেশের ক্লাবের সঙ্গে জাতীয় দলের ম্যাচ হয় না ৷ যুদ্ধবিধ্বস্তদের পাশে দাঁড়াতে সেই ম্য়াচই খেলল দুই দল (Ukraine returns to International football) ৷
মনচেংগ্লাডবাখ (জার্মানি), 12 মে : ফুটবল মাঠে ফিরল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ৷ শুধু ফুটবলে ফেরাই নয়, ম্যাচও জিতে নিয়েছে আন্দ্রে শেভচেঙ্কোর দেশ ৷ বুধবার একটি চ্যারিটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউক্রেনের জাতীয় ফুটবল দল এবং জার্মান ক্লাব বরুসিয়া মনচেনগ্লাডবাখ ৷ 2-1 গোলে ম্যাচ জিতে নিল ওলেকজান্দ্রে পেত্রাকভের ছেলেরা (Ukraine returns to International football) ৷
সাধারণত অন্য দেশের ক্লাবের সঙ্গে জাতীয় দলের ম্যাচ হয় না ৷ যুদ্ধবিধ্বস্তদের পাশে দাঁড়াতে সেই ম্য়াচই খেলল দুই দল ৷ প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি রুশ আক্রমণের পরেই ইউক্রেনের জাতীয় লিগের সিংহভাগ ম্যাচই বাতিল করা হয় । পরের মাসে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন ৷ তার আগে চ্যারিটি ম্যাচেই ফর্মে ফেরার সুযোগ ছিল খেলোয়াড়দের কাছে ৷ এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে প্রাপ্তবয়স্ক ছেলেদের বেরোনো বারণ ৷ ফলে বিশেষ অনুমতি নিয়ে জার্মানি যেতে হয়েছে খেলোয়াড়দের ৷ কেউ কেউ বেশ কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন ৷ ডায়নামো কিভ, শাখতার দনেক্সের হয়ে চ্যারিটি ম্যাচ খেলার পর স্লোভেনিয়ার জাতীয় দলের সঙ্গেই প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা ৷
বুধবারের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন প্রায় 20 হাজার দর্শক ৷ যেই ভিড়ে মিশে ছিলেন প্রচুর ইউক্রেনীয়ও ৷ বিনামূল্যে টিকিট দিয়ে যাদের মাঠে আনা হয়েছিল ৷ ‘শ্চে নে ভ্মেরলা ইউক্রেনী আই স্লাভা, আই ভলিয়া’ ৷ ইউক্রেনের জাতীয় সঙ্গীতের এই লাইনটির অর্থ, ‘ইউক্রেনের গৌরব ও স্বাধীনতা এখনও জীবিত’ ৷ খেলার আগে জাতীয় সঙ্গীত চলাকালীন কোচ, ফুটবলারদের বা গ্যালারিতে থাকা ইউক্রেনীয়দের সঙ্গে চোখের জলে ভেসেছে জার্মানরাও ৷
1 জুন গ্লাসগোতে প্লে-অফের ম্যাচে স্কটল্যান্ডকে হারালে, ঠিক তার চারদিন পরে কার্ডিফে ওয়েলসের মুখোমুখি ইউক্রেন । ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তার আগে আগামী সপ্তাহে ইতালির ক্লাব এমপোলি এবং ক্রোয়েশিয়ান ক্লাব রিজেকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা ।
-
The National football team of #Ukraine will wear a special edition uniform during its control matches before the qualification for the @FIFAWorldCup
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) May 11, 2022
It will include the logo of the venue for collecting donations in support of 🇺🇦 – #United24.
📸 Ukrainian Association of Football pic.twitter.com/nBVc5khHbh
আরও পড়ুন : ওরা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সমালোচকদের বিঁধলেন বিরাট
ম্যানচেস্টার সিটির লেফট-ব্যাক ওলেক্সান্ডার জিনচেঙ্কো, ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড অ্যান্ড্রি ইয়ারমোলেনকো এবং বেনফিকার স্ট্রাইকার রোমান ইয়ারেমচুক-সহ ইউক্রেনের তারকা ফুটবলাররা ক্লাব মরসুম শেষ হয়ে গেলেই বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য স্কোয়াডে যোগ দেবেন ।
