Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে ভারতের জয়জয়কার ; প্রমোদ জিতলেন সোনা, ব্রোঞ্জ মনোজ সরকারের

author img

By

Published : Sep 4, 2021, 4:29 PM IST

Updated : Sep 4, 2021, 5:42 PM IST

Pramod Bhagat

পুরুষদের সিঙ্গলস SL3 ইভেন্টে এই প্রথমবার সোনার পদক এল ভারতের ঘরে ৷

টোকিয়ো, 4 সেপ্টেম্বর : টোকিয়ো প্যারালিম্পিকসে ফের উড়ল তেরঙ্গা ৷ ইতিহাস গড়ে ব্যাডমিন্টনে সোনার পদক জিতলেন প্রমোদ ভগত ৷ পুরুষদের সিঙ্গলস SL3 ইভেন্টে এই প্রথমবার সোনার পদক এল ভারতের ঘরে ৷ একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দেশের আরও এক প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় ৷ ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে জাপানের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন মনোজ সরকার ৷

চারবারের প্যারা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রমোদ প্রতিযোগিতার শীর্ষ বাছাই হিসেবে নেমেছিলেন ৷ আর নেমেই ইতিহাস গড়লেন ৷ পুরুষদের সিঙ্গলস SL3 ইভেন্টের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেল ৷ ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইকে 21-14, 21-17 স্ট্রেট গেমে উড়িয়ে সোনা জিতলেন প্রমোদ ৷ তাঁর ফাইনালে ওঠার পথটাও তারিফযোগ্য ৷ মাত্র একটি গেম খুইয়ে পরপর চারটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন ৷ প্রথম ম্যাচে প্রমোদের প্রতিপক্ষ ছিলেন মনোজ সরকার ৷ তবে খালি হাতে ফিরছেন না মনোজও ৷ উত্তরাখণ্ডের ছেলে মনোজ একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে জাপানের দাইসুকো ফুজিহারাকে 22-20, 21-13 গেমে হারিয়েছেন তিনি ৷

এই নিয়ে এখনও পর্যন্ত টোকিয়ো প্যারালিম্পিকসে চারটি সোনা এল ভারতের ঘরে ৷ মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলে অবনী লেখারা, জ্যাভলিন থ্রো-য়ে সুমিত আন্তিল, 50 মিটার পিস্তল ইভেন্টে মণীশ নারওয়ালের সোনা জয়ের পর ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতলেন প্রমোদ ভগত ৷ প্যারালিম্পিকসের একটি সংস্করণে এই প্রথম এতগুলো সোনার পদক জিতল ভারত ৷ 1968 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্যারালিম্পিকসে ভারতের সোনার পদকের সংখ্যা ছিল চারটি ৷ সব মিলিয়ে এখনও টোকিয়োয় ভারতের ঝুলিতে 17টি পদক এসেছে ৷ চারটি সোনা, সাতটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পেয়েছেন ব্যাডমিন্টনে সোনাজয়ী প্রমোদ ভগত এবং ব্রোঞ্জজয়ী মনোজ সরকার ৷ প্রমোদকে চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, "গোটা দেশের হৃদয় জয় করে নিয়েছেন প্রমোদ ভগত ৷ ও একজন চ্যাম্পিয়ন যার সাফল্য কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করবে ৷ ব্যাডমিন্টনে সোনা জয়ের জন্য তাঁকে অনেক অভিনন্দন ৷ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ৷" এছাড়া মেরি কম, সাইনা নেহওয়াল, অভিনব বিন্দ্রা, জয়দীপ কর্মকারের মতো অলিম্পিয়ানরাও প্রমোদকে ঐতিহাসিক সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • Pramod Bhagat has won the hearts of the entire nation. He is a Champion, whose success will motivate millions. He showed remarkable resilience & determination. Congratulations to him for winning the Gold in Badminton. Best wishes to him for his future endeavours. @PramodBhagat83

    — Narendra Modi (@narendramodi) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় প্যারালিম্পিকস সমিতির প্রধান দীপা মালিক প্রমোদ ভগত ও মনোজ সরকার দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি বলেন, "প্রমোদ ও মনোজকে আমার হার্দিক শুভেচ্ছা ৷ ওদের কোচেদেরও অভিনন্দন জানাই ৷ আজকের দিনটা ভারতীয় খেলোয়াড়দের জন্য দারুণ কেটেছে ৷ একসঙ্গে দুটো সোনার পদক, রুপো ও ব্রোঞ্জ জিতেছি আমরা ৷"

Last Updated :Sep 4, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.