Sindhu lost in indonesia open: ইন্দোনেশিয়া ওপেনে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ সিন্ধুর

author img

By

Published : Nov 27, 2021, 4:16 PM IST

sindhu

থাইল্যান্ডের রাটচানক ইন্টাননের (Ratchanok Intanon) বিরুদ্ধে হেরে সেমিফাইনাল থেকে বিদায় পি ভি সিন্ধুর ৷ 15-21, 21-9, 21-14 সেটে সিন্ধুকে ছিটকে দেন রাটচানক ৷

জাকার্তা, 27 নভেম্বর : সিম ইউজিনকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে পদক জয়ের স্বপ্ন জাগিয়েছিলেন ব্যাডমিন্টন রানি পি ভি সিন্ধু (sindhu lost in the semi finals of Indonesia open) ৷ কিন্তু অচিরেই ভেঙে গেল সেই স্বপ্ন ৷ থাইল্যান্ডের রাটচানক ইন্টাননের (Ratchanok Intanon) বিরুদ্ধে হেরে বিদায় নিতে হল এই ভারতীয় শাটলারকে ৷

54 মিনিটের মধ্যেই 15-21,21-9,21-14 সেটে সিন্ধুকে ছিটকে দেন রাটচানক ৷ যদিও শুরুটা ভালই করেছিলেন সিন্ধু ৷ 15-21 ফলাফলে প্রথম সেট জিতেও নেন তিনি ৷ কিন্তু পরের দু‘টি সেটেই হার হয় তার ৷ তৃতীয় সেটে শুরুতে 8-3 ব্যবধানে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে ব্যর্থ হন সিন্ধু ৷ ফলত এবার ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দু'বারের অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু৷

সিন্ধুকে এবার হারানোর সঙ্গে সঙ্গেই হায়দরাবাদী এই শাটলারের বিরুদ্ধে সপ্তম জয় তুলে নিলেন রাটচানক ৷ ইন্টাননের (Ratchanok Intanon) বিরুদ্ধে মাত্র 4 বারই জয় তুলে নিতে পেরেছেন সিন্ধু ৷ এবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার অ্যান সি ইয়ুংয়ের মুখোমুখি হবেন ইন্টানন ৷ যিনি থাইল্যান্ডের চো চুওয়াংকে 21-19, 21-19 ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.