Novak Djokovic in Australian Open: রাজকীয় প্রত্যাবর্তন ! অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে 'জোকার'
Updated on: Jan 25, 2023, 8:40 PM IST

Novak Djokovic in Australian Open: রাজকীয় প্রত্যাবর্তন ! অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে 'জোকার'
Updated on: Jan 25, 2023, 8:40 PM IST
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছলেন নোভাক জকোভিচ । ওপেন এরার প্রথম টেনিস তারকা হিসেবে 10বার মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ রয়েছে এই সর্বিয়ান খেলোয়াড়ের সামনে (Novak Djokovic storms into Semi Final of Australian Open) ।
মেলবোর্ন, 25 জানুয়ারি: গতবছর করোনা ভ্যাকসিন না-নেওয়ায় কোর্টেই নামতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে। চলতি বছরে জীবনের সফলতম টুর্নামেন্টে প্রত্যাবর্তন হয়েছে বিশ্বের প্রাক্তন এক নম্বরের (Novak Djokovic storms into Semi Final of Australian Open। জীবনের 44তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন তিনি । অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন রাশিয়ার আন্দ্রে রুবলেভকে (Andrey Rublev)। তাঁর পক্ষে ম্যাচের ফল 6-1, 6-2, 6-4।
গতবছর মরশুমের প্রথম মেজরে জকোভিচকে কোর্টেই নামতে দেয়নি অজি সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 3 বছরের জন্য ক্যাঙারুর দেশে নিষিদ্ধ করা হবে সার্বিয়ান তারকাকে । কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের সর্বকালের সেরা তারকাকে অগ্রাহ্য করার ঝুঁকি শেষ পর্যন্ত নিতে পারেনি প্রশাসন
টুর্নামেন্টে যদিও চোটের সমস্যা ভোগাচ্ছে টেনিস তারকাকে। সেই সমস্যা যদিও তাঁর দুরন্ত ফর্মের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি । এদিন তাঁর সামনে মাথা তুলতেই পারেনি টুর্নামেন্টের পঞ্চম বাছাই রুবলেভ। প্রথম সেট থেকেই রুশ প্রতিপক্ষের উপর চেপে বসেন তিনি । ম্যাচে তার মারা এসের সংখ্যা 14টি । প্রথম সার্ভের ক্ষেত্রে জেতার পরিসংখ্যান 80 শতাংশ। রীতিমতো দাপটে ম্যাচে কর্তৃত্ব কায়েম করেন জোকার । শেষ সেটে রুবলেভ ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা কোনও কাজে আসেনি ।
আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক
অস্ট্রেলিয়ান ওপেনে এই নিয়ে টানা 36টি ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা । মেলবোর্ন পার্কে এবার খেতাব জিতলে সর্বাধিক গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ের নিরিখে রাফায়েল নাদালকে (22) ছুঁয়ে ফেলবেন নোভাক ৷ পাশাপাশি একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে দশম খেতাব জেতা তৃতীয় খেলোয়াড় হিসেবে এলিট লিস্টে নাম তুলবেন তিনি ৷ 14 বার ফরাসি ওপেন জয়ী নাদাল এবং 11 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী মার্গারেট কোর্ট কেবল এই এলিট তালিকার সদস্য ৷
