Australian Open 2023: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক

author img

By

Published : Jan 17, 2023, 10:23 PM IST

Australian Open 2023

অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্য়াবর্তনে সহজ জয় নোভাক জকোভিচের (Novak Djokovic) ৷ স্ট্রেট সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সার্বিয়ান মায়েস্ত্রো (Novak Djokovic advances into the 2nd round) ৷

মেলবোর্ন, 17 জানুয়ারি: গোয়ার্তুমি করে কোভিডের ভ্যাকসিন না-নেওয়ায় গতবছর মেলবোর্ন পার্কে খেলা হয়নি তাঁর ৷ স্বাভাবিকভাবেই মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে ছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ প্রিয় গ্র্যান্ড স্ল্যাম কোর্টে ছন্দেই প্রত্য়াবর্তন করলেন জোকার, তবে মিশে রইল খানিক বিতর্ক ৷ অস্ট্রেলিয়ান ওপেনে দশম খেতাবের খোঁজে প্রথম রাউন্ডে স্পেনের রবার্তো বায়েনাকে হারালেন স্ট্রেট সেটে হারালেন সার্বিয়ান মায়োস্ত্রো (Novak Djokovic advances into the 2nd round with straight set win) ৷ জকোভিচের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-4, 6-0 ৷

বিতর্কটা বাঁধল প্রথম সেটে পঞ্চম গেম শেষ হওয়ার পরেই ৷ কোর্ট আম্পায়ারের থেকে অনুমতি না-নিয়েই বাথরুমে ছুটলেন 21টি মেজরের মালিক ৷ নিরাপত্তারক্ষী আটকাতে গেলেও শোনেননি ৷ শেষমেশ অবস্থা বেগতিক দেখে কোর্ট আম্পায়ার জোকারের জন্য 15 সেকেন্ড বরাদ্দ করেছিলেন ৷ বরাদ্দ সময়ের মধ্যে ফিরে আসায় কোনও সমস্যা হয়নি ৷ নইলে জরিমানার সম্মুখীন হতে পারতেন মেলবোর্ন পার্কের প্রিয় তারকা ৷

যদিও ছোটোখাটো সেই বিতর্ক কোনওভাবে প্রভাব ফেলতে পারেনি নোভাকের খেলায় ৷ কোর্টে প্রবেশের সময় এদিন ঊষ্ণ অভ্যর্থনা কুড়োন সার্বিয়ান তারকা ৷ যা নিয়ে বলতে গিয়ে ম্যাচ শেষে নোভাক বলেন, "আমায় এভাবে আপ্যায়ণের জন্য ধন্যবাদ ৷ পুরোটা স্বপ্নের মতো আমার কাছে ৷ আমি সত্যিই ভীষণ খুশি অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে, যা আমাকে কেরিয়ারে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে ৷"

Australian Open 2023
অভিবাদন কুড়োচ্ছেন নোভাক

আরও পড়ুন: হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, স্ট্রেট সেটে জয় মেদভেদেভের

ব়্যাংকিংয়ে 75 নম্বরে থাকা স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে প্রথম সেটে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ৷ 6-3 ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণা সামান্য ভোগায় জকোভিচকে ৷ ফলাফল যখন 3-3, তখন স্প্যানিয়ার্ডের সার্ভিস ব্রেক করতেই সেট কার্যত মুঠোয় চলে আসে ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর ৷ আর তৃতীয় সেটে নোভাকের অভিজ্ঞতার কাছে পুরোপুরি বশ্যতা স্বীকার করে নেন বায়েনা ৷ প্রতিদ্বন্দ্বীকে একটিও গেম না-দিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেন প্রতিযোগিতার চতুর্থ বাছাই ৷ এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে টানা 35টি ম্যাচ জিতলেন সার্বিয়ান ৷

মেলবোর্ন পার্কে এবার খেতাব জিতলে সর্বাধিক গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ের নিরিখে রাফায়েল নাদালকে (22) ছুঁয়ে ফেলবেন নোভাক ৷ পাশাপাশি একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে দশম খেতাব জেতা তৃতীয় খেলোয়াড় হিসেবে এলিট লিস্টে নাম তুলবেন তিনি ৷ 14 বার ফরাসি ওপেন জয়ী নাদাল এবং 11 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী মার্গারেট কোর্ট কেবল এই এলিট তালিকার সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.