Olympic Bronze medalist : অলিম্পিকসে পদক জয়ে তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠতে চান নীলাকান্ত

author img

By

Published : Sep 16, 2021, 4:38 PM IST

Olympic medal

টোকিয়ো অলিম্পিকসে বিভিন্ন দিক থেকে নজর গড়েছে ভারত ৷ অলিম্পিকসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের নজির 130 কোটি দেশের ৷ 7টি পদক (1টি সোনা, 2টি রুপো ও 4টি ব্রোঞ্জ) জয়ের নিরিখে 48 নম্বরে শেষ করে ভারত ৷ তবে ব়্যাঙ্কিয়ে ভারত স্থান পায় 33 নম্বরে ৷

ইম্ফল, 16 সেপ্টেম্বর : টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়েছে ভারত ৷ সেই ইতিহাসের সঙ্গী ভারতীয় হকি দলও ৷ 41 বছর পর পদক জিতে হারানো গৌরব কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন মনপ্রীত-নীলাকান্তরা ৷ তিন নম্বরে শেষ করে টোকিয়ো অলিম্পিকসে পুরুষ হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷

এটাই তরুণদের অনুপ্রাণীত করবে বলে মনে করেন ভারতীয় দলের অন্যতম সদস্য নীলাকান্ত শর্মা ৷ বছর ছাব্বিশের মণিপুরের এই হকি তারকা বলেন, "ভবিষ্যতে ভারতীয় হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মণিপুরে অনেক প্রতিভা রয়েছে ৷ শুধু ভাল পরিকাঠামো দরকার ৷ টোকিয়ো অলিম্পিকসে আমাদের পদক জয় আশা করি রাজ্যের তরুণদের অনুপ্রাণীত করবে ৷"

লখনউ জুনিয়র হকি বিশ্বকাপ জেতার পর 2017 সালে ভারতীয় সিনিয়র দলে সুযোগ পান নীলকান্ত ৷ নিজের সাফল্য সম্পর্কে তিনি বলেন, "নিজের পারফরম্যান্স নিয়ে কখনও কখনও কাঁটাছেড়া করতে হয় ৷ আমি ভাগ্যবান যে, দলে বেশ কিছু ভাল প্লেয়ারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি ৷ "

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে অংশ নেবে না ভারতীয় হকি দল

টোকিয়ো অলিম্পিকসে বিভিন্ন দিক থেকে নজর গড়েছে ভারত ৷ অলিম্পিকসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের নজির 130 কোটি দেশের ৷ সর্বাধিক 7টি পদক (1টি সোনা, 2টি রুপো ও 4টি ব্রোঞ্জ) জিতে 48 নম্বরে শেষ করে ভারত ৷ তবে ব়্যাঙ্কিয়ে ভারত স্থান পায় 33 নম্বরে ৷ টোকিয়ো ছেলের পদক জয়ে ব্যান্ড-পার্টি নিয়ে রাস্তায় নেচেছিলেন নীলাকান্ত পরিবারের সদস্য ও তাঁর প্রতিবেশীরা ৷

এক সময় অলিম্পিকস হকিতে ভারত ছিল অপ্রতিরোধ্য ৷ টানা আটবার সোনা জয়ের অধিকারী ভারত ছিল অন্যদের পথের কাঁটা ৷ কিন্তু 1980 সালে মস্কোর অলিম্পিকসের পর হকিতে ভারতের ঝুলি ছিল ফাঁকা ৷ এবার মনপ্রীত সিং, নীলকান্ত শর্মাদের হাত ধরে ব্রোঞ্জ জিতে হারানো গৌরব কিছুটা হলেও ফিরে পেয়েছে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.