Mouma Das Interview: টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

author img

By

Published : Apr 26, 2022, 11:42 AM IST

Updated : Apr 26, 2022, 1:12 PM IST

Mouma Das Becomes Runners Up in National Table Tennis Championship

সাড়ে তিন বছরের বিরতির পর টেবিল টেনিসের বোর্ডে ফিরেছেন মৌমা দাস ৷ আর প্রথম বারেই ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রার্নাস আপ (Mouma Das Becomes Runners Up in National Table Tennis Championship) ৷ নতুনদের সঙ্গে টিটি বোর্ডে লড়াইয়ের অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন বাংলার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় (Mouma Das Interview) ৷

কলকাতা, 26 এপ্রিল : 38 বছর বয়সে মেয়ের মা ৷ তার পরেই পদ্মশ্রী সম্মান লাভ ৷ টেবিল টেনিসে পাঁচবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন (National Table Tennis Championships) মৌমা দাস ৷ প্রায় সাড়ে তিনবছরের বিরতির পর বোর্ডে ফিরেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে রার্নাস আপ (Mouma Das Becomes Runners Up in National Table Tennis Championship) ৷ ফাইনালে উঠেছেন দেশের প্রথম দুই শীর্ষস্থানাধিকারীকে হারিয়ে ৷ তাও আবার মাত্র 15 দিনের অনুশীলনে ৷ ফাইনালে আকুলা শ্রীজার কাছে হারতে হয়েছে ৷ তবে, সেই হার নিয়ে আক্ষেপ নেই মৌমার ৷ কারণ, দীর্ঘ সময়ের বিরতির পর কোর্টে ফিরেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন তা ভাবতে পারেননি ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের কামব্যাকের অভিজ্ঞতার কথা শোনালেন (Mouma Das Interview) পদ্মশ্রী মৌমা দাস---

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নামার আগের প্রস্তুতি

মাত্র 15 দিনের প্র্যাকটিস করে এসেছিলাম ৷ 10 কেজি ওজন এখনও বেশি রয়েছে আমার ৷ ফিটনেসের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি ৷ তবে, এই পারফরম্যান্স আমাকে সাম্প্রতিককালের টেবিল টেনিস সম্পর্কে ধারণা তৈরি করে দিল ৷

ন্যাশনাল খেলতে নামার আগে লক্ষ্য স্থির

কোনও পরিকল্পনাই ছিল না ৷ শুরুই করেছিলাম গ্রুপ লেভেল থেকে ৷ দেখতে চেয়েছিলাম নিজে কী অবস্থায় রয়েছি ৷ এতটা আশাই করিনি ৷ ধাপে ধাপে এগিয়ে ফাইনাল পর্যন্ত উঠেছি ৷

ভারতীয় টেবিল টেনিসের বর্তমান প্রজন্ম

শ্রীজা, দিয়া এরা সবাই উঠতি খেলোয়াড় ৷ ভারতীয় টেবিল টেনিসের এক, দুই, তিন নম্বরের খেলোয়াড় ৷ আমি ভেবেছিলাম ওদের সঙ্গে খেলার কোনও সুযোগই নেই এখন ৷ কারণ, আমি সাড়ে তিন বছরের লম্বা বিরতির পর ফিরেছি ৷ 3 দিন না খেললেই বল দেখতে পারি না ৷ সেখানে সাড়ে তিন বছর ! সবাই ভেবেছিল কিছুই হবে না, হয়তো গ্রুপ পর্যায়েই হেরে যাব ৷ কিন্তু, ধাপে ধাপে এগিয়েছি ৷ আমার খুব ভাল লেগেছে ওদের সঙ্গে খেলতে ৷ আর শ্রীজা জিতেছে যোগ্য হিসেবে ৷

বোর্ডে কামব্যাক করার অনুপ্রেরণা ও পরবর্তী পরিকল্পনা

দেখুন, এখনকার খেলোয়াড়রা অনেক বেশি ফিট ৷ তাছাড়া শ্রীজার রাবারটা (টেবিল টেনিসের ব্যাটের রাবার) বুঝতে পারিনি ৷ তবে আমি হাল ছাড়ছি না ৷ মা হওয়ার পরে প্রথম টুর্নামেন্ট খেললাম ৷ বলতে পারেন পদ্মসম্মান, মাতৃত্ব আমার বোর্ডে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছে ৷ বেলঘড়িয়ায় অনুশীলনের পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেছিলাম ৷ ফিটনেস কম হওয়ায় চোটের আশঙ্কা ছিল ৷ তাই বেশকিছু ক্ষেত্রে ঝুঁকি নিতে পারিনি ৷ আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে ৷ তার জন্য তৈরি হতে হবে আমাকে ৷ সামনের সবক’টি টুর্নামেন্ট খেলব আমি ৷

ফিটনেসের উন্নতিই লক্ষ্য 38-এর মৌমার

আরও পড়ুন : AFC Cup 2022 : এএফসি কাপের মূল পর্বের প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের, খেলা হবে ফ্লাড লাইটে

ভবিষ্যৎ রূপরেখা তৈরি করে এগোতে চাইছেন বাংলার সর্বকালের অন্যতম সেরা মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মৌমা ৷ জানেন 38 বছর বয়সে ফিটনেস ধরে রাখা কঠিন ৷ বিশেষ করে নতুনদের রিফ্লেক্সের সঙ্গে পাঙ্গা নেওয়া খুবই কঠিন কাজ ৷ তাও সবকুটু দিয়ে পরবর্তী টুর্নামেন্টের জন্য নিজেকে তৈরি করতে চাইছেন মৌমা দাস ৷ তাই তাঁর প্রতিপক্ষের কোচ সোমনাথ ঘোষের মুখেও মৌমার এই অসামান্য কামব্যাকের প্রশংসা শোনা গেল ৷ বললেন, মৌমা দাস এবং তাঁর প্রাক্তন ছাত্রী পৌলমী বাংলা তথা ভারতের সর্বকালের সেরা মহিলা টেবিল টেনিস খেলোয়াড় ৷

অন্যদিকে, ন্যাশনাল টিটি চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, আচান্তা শরথ কমল ৷ সাথিয়ান জ্ঞানাসেকরণকে 4-3 স্কোরে হারিয়ে সেরা হয়েছেন তিনি ৷

Last Updated :Apr 26, 2022, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.