FIFA World Cup 2022: সেমিফাইনালে মেসি-নেইমার দ্বৈরথ, চ্যাম্পিয়ন ব্রাজিল ! দাবি অক্সফোর্ডের গবেষণায়

author img

By

Published : Nov 22, 2022, 11:59 AM IST

messi-neymar-duel-in-wc-semi-final-claim-in-oxford-university-research

2022 কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হবে ব্রাজিল ৷ আর সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্তিনা (Messi-Neymar Duel in WC Semi-Final) ৷ এমনটাই দাবি করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University Research) একটি গবেষণায় ৷

কলকাতা, 22 নভেম্বর: বিশ্ব ফুটবলের মেগা শো ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কিক অফ হয়েছে রবিবার রাতে ৷ অংশ নেওয়া 32টি দেশের মধ্যে কারা বিজয়ীর মুকুট পড়বে, তা নিয়ে জল্পনা, তর্ক-বিতর্ক তুঙ্গে ৷ টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে সেই উত্তেজনার পারদ আরও চড়ছে ৷ 2018 রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ৷ সকলকে অবাক করে দিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া ৷ কিন্তু, এবার কী হবে ? আবারও কোনও আন্ডার ডগ দল উঠে আসবে, নাকি বিশ্ব ফুটবলের সেরা দুই দল 18 ডিসেম্বরের ফাইনালে মুখোমুখি হবে !

এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা (Oxford University Research) করেছে ৷ যে গবেষণাপত্রে উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য ৷ গবেষণায় দাবি করা হয়েছে, সেমিফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল (Brazil) ও আর্জেন্তিনা (Argentina) ৷ অর্থাৎ, ফরাসি ক্লাব ফুটবলে অভিন্ন হৃদয় দুই বন্ধু মেসি বনাম নেইমারের দ্বৈরথ (Messi-Neymar Duel in WC Semi-Final) ৷ আর সেই স্বপ্নের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছবে নেইমারের ব্রাজিল ৷ ওই গবেষণায় এও বলা হয়েছে যে, গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়ামের ৷ আর এমবাপেদের হারিয়ে ফাইনালে উঠবে বেলজিয়াম ৷

ফলে, 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালের দ্বৈরথ হবে ব্রাজিল বনাম বেলজিয়াম ৷ আর 20 বছর পর ষষ্ঠবার বিশ্বজয়ীর মুকুট পড়বে ব্রাজিল ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দাবি করা হয়েছে, হ্যারি কেনের ইংল্যান্ড ছিটকে যাবে কোয়ার্টার-ফাইনাল থেকে ৷ এই গবেষণাটি করেছেন অধ্যাপক জসুয়া বুল ৷ তিনি তাঁর গবেষণাপত্রে দাবি করেছেন, 2022 বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 61.3 শতাংশ ৷ আর বেলজিয়ামের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 38.7 শতাংশ ৷

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতে গলা না মিলিয়ে মানবতার যুদ্ধে জয়ী ইরানের ফুটবলাররা

গবেষণায় আরও দাবি করা হয়েছে, প্রথম রাউন্ড অর্থাৎ, গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাবে সেনেগাল, ওয়েলস, কাতার, আমেরিকা, পোল্যান্ড ,সৌদি আরব, অস্ট্রেলিয়া তিউনিশিয়া, কোস্টারিকা, জাপান, কানাডা, মরক্কো, সার্বিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া এবং ঘানা ৷ তবে, বলে রাখা ভালো এই গবেষণা শুধুই তথ্য নির্ভর ৷ ফুটবলে মাঠে ম্যাচের মুহূর্তে যার কোনও বাস্তবিকতা নেই ৷ আর বেশিরভাগ ক্ষেত্রে যা ফলতে দেখাও যায়নি ৷ তবুও, সমর্থকরা তাঁদের প্রিয় দলের সমর্থনে গলা ফাটান এবং ফাটাবেন ৷ আর এই সব, সমীক্ষা, ভবিষ্যদ্বাণী, জল্পনা, তর্ক-বিতর্ক নিয়ে আগামী একমাস মেতে থাকবে বিশ্ববাসী ৷ পালিত হবে ফুটবল উৎসব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.