Tokyo Olympics : অলিম্পিকসের সাফল্যে ব়্যাঙ্কিংয়ে উন্নতি মনপ্রীত, রানিদের

author img

By

Published : Aug 8, 2021, 4:06 PM IST

Updated : Aug 8, 2021, 5:27 PM IST

s

মনপ্রীত সিং বলেন, "এই ব়্যাঙ্কিং, 41 বছর পর অলিম্পিকসে পদক পাওয়া ভারতীয় হকির উন্নতিকে স্পষ্ট করছে ৷ আর পিছন দিকে তাকানো নয় ৷ আমরা নিজেদের লক্ষ্য ঠিক করে নিয়েছি, সেই দিকেই এগিয়ে যাব এবার ৷"

টোকিয়ো, 8 অগস্ট : ভারতের পুরুষ হকি দল 41 বছর পর টোকিয়ো অলিম্পিকসে পদক জিতেছে ৷ মেয়েরা পদক জিততে না পারলেও চতুর্থ হয়ে নজর কেড়েছে গোটা বিশ্বের ৷ বড় আসরে ধারাবাহিকভাবে ভাল খেলার ছাপ পড়ল হকির বিশ্ব ক্রমতলিকাতে ৷ ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল দুই দলেরই ৷ অলিম্পিকসে দুর্দান্ত খেলার দৌলতে এক ধাপ করে উঠে এল দুই দল ৷ মনপ্রীতরা এখন বিশ্বের তিন নম্বর সেরা দল ৷ অন্য দিকে আট নম্বর স্থানে রানিরা ৷

মনপ্রীত সিংয়ের কথায়, "এই খেলাটাকে আমরা ভালবাসি, কঠিন পরিশ্রম করেছি ৷ এটা তারই ফল ৷ খেলাই আমাদের সবকিছু দিয়েছে ৷" ভারত অধিনায়ক আরও বলেন, "এই ব়্যাঙ্কিং, 41 বছর পর অলিম্পিকসে পদক পাওয়া ভারতীয় হকির উন্নতিকে স্পষ্ট করছে ৷ আর পিছন দিকে তাকানো নয় ৷ আমরা নিজেদের লক্ষ্য ঠিক করে নিয়েছি, সেই দিকেই এগিয়ে যাব এবার ৷"

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ

ব়্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার পর রানি রামপাল বলেন, "পদক জেতার খুব কাছে ছিলাম আমরা ৷ কাজটা শেষ করতে না পারায় বেদনাবোধ হয়েছে ৷ তবে ইতিবাচক দিক হচ্ছে, সাম্প্রতিককালে আমরা চোখে পড়ার মতো উন্নতি করেছি ৷ যার জন্য আমি গর্বিত ৷" রানি আরও বলেন, "অলিম্পিকসে চতুর্থ স্থান পাওয়া, বিশ্ব ক্রমতালিকায় অষ্টম স্থান পাওয়া ৷ এগুলো আমাদের কাছে খুব বড় বিষয় ৷ এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে ৷ আগামী দিনে সাফল্য পেতে সাহায্য করবে এই বিষয়গুলিই ৷"

Last Updated :Aug 8, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.