Calcutta Football League: 25 সেপ্টেম্বর কলকাতা লিগে নামছে ইস্টবেঙ্গল ও মহমেডান, রইল সূচি

author img

By

Published : Sep 22, 2022, 11:45 AM IST

Updated : Sep 22, 2022, 3:11 PM IST

Calcutta League

পুজোর আগে কলকাতা ময়দানকে তৈরি করতে আত্মবিশ্বাসী আইএফএ । গত বছরের পর এবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলকাতা লিগের স্পনসর । ছ'টি দলকেই দুটো করে ম্যাচ খেলিয়ে দিচ্ছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা (Calcutta Football League News) ।

কলকাতা, 22 সেপ্টেম্বর: চলতি মরশুমের কলকাতা লিগের স্পনসর হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পেল আইএফএ । পুজোর আগে লিগের সুপার সিক্সের বল গড়ানোর পরিকল্পনা সাজিয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা । সূচিও তৈরি ৷ বুধবার রাতে যা ছ'টি ক্লাবের হাতে প্রস্তাবিত আকারে প্রকাশ করা হল (IFA publishes CFL fixtures)।

এই সূচি অনুসারে:

  • 25 সেপ্টেম্বর, রবিবার- নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম খিদিরপুর ক্লাবের ম্যাচ । একইদিনে মহমেডান স্পোর্টিং বনাম এরিয়ান ৷ স্থান- কল্যাণী স্টেডিয়াম ৷
  • 26 সেপ্টেম্বর, সোমবার- ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে এটিকে মোহনবাগান । স্থান- কল্যাণী স্টেডিয়াম ৷
  • 28 সেপ্টেম্বর, বুধবার- ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ এরিয়ানের বিরুদ্ধে ৷ স্থান- নৈহাটি স্টেডিয়াম । একই দিনে মহমেডান স্পোর্টিংয়েরও দ্বিতীয় ম্যাচ ভবানীপুরে ক্লাবের বিরুদ্ধে ৷ স্থান- কল্যাণী স্টেডিয়াম ।
  • 29 সেপ্টেম্বর, বৃহস্পতিবার- এটিকে মোহনবাগান বনাম খিদিরপুর ক্লাব ৷ স্থান- কল্যাণী স্টেডিয়ামে ।

25 সেপ্টেম্বর সুপার লিগ শুরু করে পুজোর ঢাক বাজার আগে ছ'টি দলকেই দুটো করে ম্যাচ খেলিয়ে দিচ্ছে । সেক্ষেত্রে কলকাতা ময়দানের বদলে জেলা স্টেডিয়ামে খেলা দেওয়া হয়েছে । সুপার সিক্সের প্রথম পর্বের খেলার সূচির পাশে 'কনফার্মড' বলে লেখা রয়েছে । সুপার সিক্সের দ্বিতীয় পর্ব শুরু হবে অক্টোবর মাসের 16 তারিখ (Calcutta Football League News) ।

আরও পড়ুন: ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের জন্য সময়, আশ্বাস ফেডারেশন সভাপতি কল্য়াণের

প্রস্তাব আকারে প্রকাশিত দ্বিতীয় পর্বের সূচিতে 16 অক্টোবর ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে । দ্বিতীয় পর্বের সূচিতে 20 অক্টোবর এটিকে মোহনবাগানের খেলা মোহনবাগান মাঠে দেওয়া হয়েছে । ওই দিন তাদের প্রতিপক্ষ এরিয়ান । 23 অক্টোবর ইস্টবেঙ্গল নিজেদের মাঠে চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভবানীপুর ক্লাবের বিপক্ষে । 26 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান বনাম মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ ।

এই ম্যাচের তিনদিন পরে আইএসএলে প্রথম ডার্বি । এই প্রেক্ষাপটে 96 ঘণ্টার মধ্যে এটিকে মোহনবাগান দুটো বড় ম্যাচ খেলবে কি না, সেটাই দেখার । মহমেডান স্পোর্টিংয়ের শেষ ম্যাচ 2 নভেম্বর । নিজেদের মাঠে প্রতিপক্ষ খিদিরপুর । তবে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচের দিনটি ঘোষণা করা হয়নি ।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "আইএসএলের কথা চিন্তা করে এই সূচি করা হয়েছে । সূচিটি ক্লাবেদের কাছে পাঠানো হয়েছে । যদি তারা সম্মত হয়, তাহলে শুরু হবে । নাহলে সুপার সিক্সের খেলা অনেকটাই পিছিয়ে যাবে ।" এদিকে পুলিশ ইতিমধ্যে কলকাতা ময়দানের তিনটি ঘেরা মাঠ পরিদর্শন করেছে । পরিকাঠামোর সামান্য কিছু সংস্কার করতে বলেছে । বিশেষত টিকিট ঘরের সংস্কার প্রয়োজনের কথা জানিয়েছে । সেই কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়েছে পূর্ত দফতর ।

ফলে পুজোর আগে কলকাতা ময়দানকে তৈরি করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আইএফএ । গত বছরের পর এবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলকাতা লিগের (Calcutta Football League) স্পনসর । তারা আগামিতে দীর্ঘমেয়াদি ভাবে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে যুক্ত হতে চায় । তাদের ইচ্ছেকে স্বাগত জানিয়েছে আইএফএ ।

আরও পড়ুন: ফুটবলারের অভাবে কলকাতা লিগে অংশগ্রহণ নয়, আইএফএ-কে চিঠি বাগানের

Last Updated :Sep 22, 2022, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.