FIFA World Cup 2022: বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের সমর্থনে প্রতিবাদ জাতীয় দলের !

author img

By

Published : Nov 21, 2022, 6:35 PM IST

FIFA World Cup 2022 Iran Team will Protest in Support of Iranian Women on World Cup Stage

ইরানি মহিলাদের সরকারের হিজাব নীতি (Irans Hijab Policy)-র বিরুদ্ধে প্রতিবাদের ছায়া দেখা যেতে পারে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে ৷ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফুটবলারা ফের ইরানি মহিলাদের সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন (Iran Team will Protest in Support of Iranian Women) ৷

দোহা, 21 নভেম্বর: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) মঞ্চে হিজাব নিয়ে ইরানি মহিলাদের প্রতিবাদের ছায়া পড়তে পারে ৷ আর তা হওয়ার সম্ভাবনা ফুটবলারদের তরফ থেকেই ৷ যা গত সেপ্টেম্বর মাসে সেনেগালের বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় করেছিলেন ফুটবলাররা ৷ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নামছে ইরান ৷ যে ম্যাচে ইরান সরকারের হিজাব নীতি এবং মহিলাদের হিজাব পড়তে বাধ্য করার বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানাতে পারেন ফুটবলাররা (Iran Team will Protest in Support of Iranian Women) ৷ এমনকি গ্যালারিতে সমর্থকদের তরফেো এই প্রতিবাদ দেখা যেতে পারে ৷

প্রসঙ্গত, গত মাসে ইরানের মাহসা আমিনি (Mahsa Amini) নামে ইরানের কুর্দিশ এলাকার 22 বছরের যুবতীকে তেহরান থেকে গ্রেফতার করা হয় মহিলাদের ইসলামিক পোশাকবিধি (Islamic Republics Dress Code) লঙ্ঘন করার অভিযোগে ৷ গ্রেফতার হওয়ার মাত্র 3দিনের মাথায় তাঁর পুলিশ হেফাজতে মৃত্যু হয় ৷ এর পরেই হিজাব নিয়ে ইরান সরকারের হিজাব নীতি (Irans Hijab Policy)-র বিরুদ্ধে সরব হন ইরানের মহিলার ৷ তেহরান-সহ ইরানের প্রায় প্রতিটি প্রদেশে বিনা হিজাবে মহিলারা রাস্তায় নামেন প্রতিবাদে ৷ সেই সঙ্গে তাঁদের প্রতিবাদকে দমাতে চলতে থাকে ব্যাপক ধরপাকড় ৷

পশ্চিমী দেশগুলি ইরানের মহিলাদের এই লড়াইকে সমর্থন জানিয়েছে ৷ ইরানি মহিলাদের উপর অত্যাচারে সরব হয়েছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা ৷ যে কারণে সেনেগালের বিরুদ্ধে ম্যাচের স্থান বদলে দেয় ইরান সরকার ৷ তবে, ফুটবলারদের দমানো যায়নি ৷ তাঁরা কালো জ্যাকেট পরে জাতীয় সঙ্গীতে অংশ নেন ৷ যাতে জার্সিতে থাকা জাতীয় দলের প্রতীক ঢেকে যায় ৷ ইরানি কিংবদন্তী ফুটবলার আলি করিমি সোশাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে সরব হন ৷ ইরানের তারকা ফুটবলার সর্দার আজমউন ইরানি মহিলাদের সমর্থনে একাধিক টুইট করেন ৷

আরও পড়ুন: বিশ্বকাপে লাইন্সম্যানের চোখ এড়ানো সূক্ষ্ম অফসাইড ধরল ভিএআর

ইরানের ডিফেন্ডার এহসান হজসাফি জানিয়েছেন, তিনি আন্দোলনকারী মহিলাদের সঙ্গে রয়েছেন ৷ তবে, সমর্থন করলেও সব ফুটবলার এতটা সরব হননি ৷ ইরান দলের অধিনায়ক আলিরেজা জাহানবক্স কয়েকদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, ব্রিটিশ মিডিয়া হিজাব নিয়ে তাঁদের দেশের মহিলাদের এই প্রতিবাদ নিয়ে ফুটবল দলের বিরুদ্ধে মনস্তাত্বিক চাপ দেওয়ার চেষ্টা করছেন ৷ কিন্তু, ইংল্যান্ড দলের ইরানি মহিলাদের এই আন্দোলনকে সমর্থন করা উচিত কিনা, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আলিরেজা জাহানবক্স ৷

তবে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন সহকারী ম্যানেজার তথা ইরানের কোচ কার্লস কুইরোজ জানিয়েছেন, তাঁর দলের সব ফুটবলারের স্বাধীনতা রয়েছে, নিজেদের অনুভূতিকে ব্যক্ত করার ৷ তিনি বলেন, ‘‘সবার অধিকার রয়েছে ব্যক্তিগত অনুভূতিগুলিকে প্রকাশ্যে আনার ৷ তাই আমি আমার দলের সব ফুটবলারকে ছাড় দিয়েছি ৷ যদি তাঁরা বিশ্বকাপের মঞ্চে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চান, করবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.