FIFA World Cup 2022: বেদুইনের দেশে বিশ্বকাপ যুদ্ধের উন্মাদনায় গা ভাসাল কলকাতা

author img

By

Published : Nov 21, 2022, 7:09 PM IST

fifa-world-cup-2022-football-fever-in-kolkata

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে কাবু শহর কলকাতা ৷ আর সেই উন্মাদনা চোখে পড়ল ভবানীপুরের 62 পল্লিতে (Football Fever in Kolkata) ৷ যেখানে মেসি, রোনাল্ডো, নেইমারদের কাট-আউটে ছেয়ে গিয়েছে গোটা পাড়া ৷ রাস্তার মোড়ে ফুটবল নিয়ে বাসিন্দার আলোচনা ৷ কোন দল ভালো, কোন তারকা বাজিমাত করবেন ! এ নিয়ে চলছে আলোচনা-তর্কাতর্কি ৷

কলকাতা, 21 নভেম্বর: রাজনীতি সচেতন শহর কলকাতা ৷ সংস্কৃতির রাজধানী কলকাতা তিলোত্তমা ৷ ফুটবলের মক্কা তিনশো বছরের পুরানো এই শহর ৷ ফুটবলের লড়াই বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, কলকাতা তাতে মেতে উঠবেই (Football Fever in Kolkata) ৷ ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, এই গানের লাইন লেখা তো সেই কারণেই ৷

আর গান লিখেই থেমে যায়নি বাঙালি ৷ শীত-গ্রীষ্ম-বর্ষা বাঙালি ফুটবলে লাথি মেরেই স্বর্গ সুখ পায় ৷ আর একথা যে সত্যি, তা স্বামী বিবেকানন্দও বলে গিয়েছেন ৷ ফলে মার‘কাতারি’ বিশ্বকাপের (FIFA World Cup 2022) আগে বাঙালি সাজুগুজু করবে না, তা হয় না ৷ অতিমারির অভিশাপ সরিয়ে ময়দান মার্কেট লক্ষ্মীলাভ করছে মেসি-নেইমার-রোনাল্ডোদের জার্সি বিক্রি করে ৷ আর শহর কলকাতার ফুটবলপ্রেমীরা ? তাঁরা বিশ্বকাপের আবহকে রঙিন করতে বিভিন্ন কাটআউটে নিজেদের মহল্লাকে সাজিয়ে ফেলেছেন ৷

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 62 পল্লির ফুটবল প্রেমীরা মেসি, রোনাল্ডো, এমবাপে-সহ তারকা ফুটবলারদের বড় বড় কাট আউটে সাজিয়েছেন নিজেদের পাড়াকে ৷ কাতারে বিশ্বকাপ, ফলে ভারতে খেলা শুরুর সময়ের পার্থক্য রয়েছে ৷ আর সেটা জানতে সাধারণের যাতে, কোনও অসুবিধা না হয় ৷ তার জন্য ভারতীয় সময়-সহ ক্রীড়াসূচি টাঙিয়ে দেওয়া হয়েছে পাড়ার মোড়ে ৷

বিশ্বকাপ যুদ্ধের উন্মাদনায় গা ভাসাল কলকাতা

আরও পড়ুন: শহর জুড়ে ফুটবল ফিভার ! বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা

শুধু পাড়ার লোকই নয়, পথ চলতি মানুষও যাতে বিশ্বকাপে সময়সূচিতে চোখ বোলাতে পারেন, তার জন্যই এই আয়োজন বলে জানাচ্ছেন 62 পল্লির ফুটবল যজ্ঞের আয়োজকরা ৷ বাঘাযতীন গাঙ্গুলিবাগানে লিওনেল মেসির ফ্যান ক্লাব রয়েছে ৷ তারাও মহাতারকার শেষ বিশ্বকাপের আগে ক্লাব চত্ত্বর সাজিয়েছে ৷ তবে, সেখানে শুধু মেসি নেই ৷ বরং ফুটবলের সৌভ্রাতৃত্ব বজায় রাখতে অংশগ্রহণকারী সব দেশ এবং তাদের পতাকা এবং সেরা তারকার ছবিতে সাজানো হয়েছে ক্লাব চত্ত্বর ৷ তাই বলাই যায়, আর ইউ রেডি ফর দ্য ম্যাজিক ! সো, লেটস ফুটবল...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.