Cristiano Ronaldo Man U Exit: দেড় বছরে শেষ সিআর 7-রেড ডেভিল ‘মধুচন্দ্রিমা’

author img

By

Published : Nov 23, 2022, 10:46 AM IST

Cristiano Ronaldo Leaves Manchester United with Immediate Effect

পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে সময়ের আগেই চুক্তি শেষ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Cristiano Ronaldo Leaves Manchester United with Immediate Effect) ৷ ক্লাব কর্তৃপক্ষ ও ম্যানেজারের সঙ্গে সাম্প্রতিক তিক্ত সম্পর্কের জেরেই চুক্তিভঙ্গ দুই তরফের ৷

লন্ডন, 23 নভেম্বর: মাত্র দেড় বছরের শেষ দ্বিতীয় দফায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মধুচন্দ্রিমা (Cristiano Ronaldo Leaves Manchester United with Immediate Effect) ৷ ম্যান ইউ এবং রোনাল্ডো, দু’তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে রেড ডেভিলস (Red Devils) এবং তাঁদের অন্যতম সেরা ও সফল স্ট্রাইকের চুক্তি মরশুমের মাঝপথের শেষ করে দেওয়া হল ৷ সেই সঙ্গে বিশ্বকাপে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমবার কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবিহীন রয়েছেন ৷

মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘এই মুহূর্তে পারস্পরিক চুক্তির মধ্যে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ড ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ছাড়ছেন ৷ ওল্ড ট্রাফোডে গত দু’বছরে অপরিসীম অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানায় ৷

রেড ডেভিলদের সঙ্গে মরশুমের মাঝপথে চুক্তি ভাঙার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তরফেও একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে সিআর সেভেন বলেন, ‘‘কথাবার্তার মাধ্যমে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আগাম চুক্তি শেষ করছি ৷ আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং অনুগারীদের ভালোবাসি ৷ আর এটা কোনওদিন বদলাবে না ৷ যাই হোক, আমার মনে হয়েছে যে, এটাই সঠিক সময় নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো ৷ আমি আশা করব, দল বাকি মরশুম এবং ভবিষ্যতে আরও সফল হবে ৷’’

  • Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.

    The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFC

    — Manchester United (@ManUtd) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে সিআর সেভেনের তিক্ত সম্পর্ক 2022-23 মরশুমের শুরু থেকেই সামনে আসে ৷ আর তা সম্প্রতি প্রকট হয় একটি ব্র্যান্ডের হয়ে রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকারের পর ৷ যেখানে তিনি ক্লাব কর্তৃপক্ষের একাংশ এবং ম্যানেজার এরিক টেন হাগের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ৷ আর তার পরেই ম্যাঞ্চেস্টারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই বিষয়টি তাঁরা ভালোভাবে নেননি ৷ ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ ৷ তখনই বোঝা গিয়েছিল, বিশ্বকাপের পরে সিআর সেভেন হয়তো আর ওল্ড ট্রাফোডে ফেরা হবে না ৷

আরও পড়ুন: রোনাল্ডোর চুক্তি খারিজের পথে ম্যান ইউ !

তবে, 2021 মরশুমে রোনাল্ডোর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কোনও সমস্যাই সামনে আসেনি ৷ যা শুরু হয় এই মরশুমে এরিক টেন হাগের রেড ডেভিলদের ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসার পর ৷ যেখানে দায়িত্ব নিয়েই সাংবাদিক সম্মেলেন এরিক, রোনাল্ডোকে নিয়ে তাঁর নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন ৷ জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনও তারকা চেনেন না ৷ ভবিষ্যতে সিআর সেভেন তাঁর পরিকল্পনাতে থাকবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এরিক ৷

আরও পড়ুন: তোমার সঙ্গ ভালো লাগে বস, গুরু অ্যালেক্সের প্রতি শ্রদ্ধাবনত রোনাল্ডো

বিষয়টি নিয়ে নতুন ম্যানেজারের সঙ্গে ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষ কোনও কথাও বলেননি বলে অভিযোগ করেছেন রোনাল্ডো ৷ আর সেই ক্ষোভই সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে উগড়ে দেন পর্তুগিজ তারকা ৷ জানান, ক্লাবে তাঁর কোনও সম্মান নেই ৷ তাঁকে বিশ্বাস করা হয় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.