FIFA World CUP 2022: স্বপ্নের গোল রিচার্ডলিসনের, সার্বিয়াকে হেলায় হারাল ব্রাজিল

author img

By

Published : Nov 25, 2022, 7:29 AM IST

Updated : Nov 25, 2022, 8:04 AM IST

Etv Bharat

রিচার্ডলিসনের স্বপ্নের গোলের সৌজন্যে সার্বিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল । শুরু থেকেই ম্যাচের রাশ হাত রেখে 2-0 গোলে ম্যাচ জিতলেন নেইমাররা (Brazil registered 2-0 win against Serbia)।

দোহা, 25 নভেম্বর: “রাতজাগানিয়া গোল”। রিচার্ডলিসনের দ্বিতীয় গোলকে এভাবেই ডাকছে ফুটবল বিশ্ব (Richarlison scored two goals against Serbia)। কাতার বিশ্বকাপ সবে শুরু হয়েছে। ঘটন-অঘটন অথবা বিতর্ক এবং প্রতিবাদ সবকিছুই চলছে । এরইমধ্যে বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে রিচার্ডলিসনের বাঁ পায়ের ব্যাক ভলিতে গোলে মুগ্ধ ফুটবল দুনিয়া । স্পেন যদি তিকিতাকায় মায়াকাজল পরায় তাহলে ব্রাজিল সুন্দর ফুটবলে সন্মোহিত করল। যার সামনে নতজানু হওয়া ছাড়া অন্য পথ নেই।
প্রত্যাশা মতোই বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে সার্বিয়াকে (Serbia) হারাল ব্রাজিল (Brazil)। তবে যে ভাবে গোটা 90 মিনিট শাসন করে গেল সেটা দু'দশক আগের ব্রাজিলকে মনে করায়। একের পর এক আক্রমণ করার পাশাপাশি দরকারে ডিফেন্স করার দক্ষতা ব্রাজিলকে আলাদা করে দিল সকলের থেকে। দিনের শেষ ম্যাচে সার্বিয়াকে 2-0 গোলে হারাল তারা। দুটি গোলই রিচার্ডলিসনের। দ্বিতীয় গোলটা ব্রাজিল সমর্থকদের জন্য স্বপ্নের গোল। 1982 সালে সক্রেটিসের করা অন্যবদ গোল নিয়ে এতকাল চর্চা করতেন ব্রাজিল সমর্থকরা । এবার সেই তালিকায় যে রিচার্ডলিসন ঢুকে পড়লেন তা বলার অপেক্ষা রাখে না ।

মাঠে শিল্পের ঝলক দেখিয়েছে ব্রাজিল তবে প্রথমার্ধে রক্ষণ সামলাতে সার্বিয়ার দারুণ লড়াই ভুলে গেলে চলবে না। এইসময় টানা বাঁ দিক থেকে ব্রাজিলের ভিনিশিয়াস জুনিয়র আক্রমণ করে গিয়েছেন। তবে ডানদিক থেকে আক্রমণ সে ভাবে হচ্ছিল না। নেইমার মাঝখানে ভিনিশিয়াসের সঙ্গে জুটি বেঁধে আক্রমণ তুলে এনেছেন। ডানদিক থেকে প্রথমার্ধে সেভাবে আক্রমণ করতে পারেনি ব্রাজিল দল। একাধিকবার গোলের পরিস্থিতি তৈরি হলেও গোল হচ্ছিল না। বিরতির পরে সব হিসেব বদলে দিলেন রিচার্ডলিসন।

কীভাবে এল প্রথম গোল? 62 মিনিটে করা প্রথম গোলের ক্ষেত্রে কৃতিত্ব অনেকটাই নেইমারের। দারুণভাবে ঢুকে গিয়ে বক্সের মধ্যে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল ছেড়ে দেন ভিনিশিয়াসের উদ্দেশ্যে। গোল লক্ষ্য করে শট করেন ভিনিশিয়াস। সেই শট কোনওমতে সার্বিয়ার গোলরক্ষক মিলিনকোভিচ বাঁচালেও তা গিয়ে পড়ে রিচার্ডলিসনের পায়ে। দারুণ প্লেসিং করে বল জালে জড়ান তিনি। এরপরেই এল সেই অসাধারণ দ্বিতীয় গোল।
আরও পড়ুন: নজির রোনাল্ডোর, জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের

প্রথম গোলের পরেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 73 মিনিটে দ্বিতীয় গোল আসে সেই রিচার্ডলিসনের বাইসাইকেল ভলি থেকে। সেটাও বাঁ দিক থেকে ভিনিশিয়াসের করা আক্রমণ থেকে। কাট করে ভেতরে ঢুকে আসেন রিয়াল মাদ্রিদ তারকা। পাস দেন ফাঁকায় দাঁড়ান রিচার্ডলিসনকে। তবে সেই সময় নিজেদের গোলের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তাই বলটা তুলে চকিতে বাইসাইকেল ভলি। ডানদিক থেকে বল জালে ঢুকে যায়।

সার্বিয়ার গোলরক্ষক দক্ষতার সঙ্গে একাধিকবার সেভ করতে না পারলে আরও বেশকিছু গোল খেতে পারত সার্বিয়া। দুটি শট পোস্টে লেগে ফেরে। প্রথম দিকে কিছু সুযোগ মিস করেন ফরোওয়ার্ডরাও। শেষ পনেরো মিনিট নেইমারসহ পাচটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ তিতে। পরিবর্তরাও মাঠে নেমে সম্মোহন করা ফুটবল উপহার দিলেন। যার কোনও উত্তর প্রতিপক্ষের কাছে ছিল না।

Last Updated :Nov 25, 2022, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.