Seema Rezai : মেরে ফেলার হুমকি তালিবানের, পালিয়ে বাঁচলেন আঠারোর মহিলা বক্সার

author img

By

Published : Sep 13, 2021, 9:33 PM IST

Boxer seema rezai

আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক জেতার স্বপ্ন দেখেছিলেন বছর আঠারোর বক্সার সীমা রেজাই ৷ কিন্তু তালিবান শাসনে সেই স্বপ্ন বিসর্জন দিয়ে দেশ ছাড়তে হয়েছে তাঁকে ৷ আপাতত কাতারে রয়েছেন সীমা ৷

কাবুল, 13 সেপ্টেম্বর : অগস্টের মাঝামাঝি সময়ে তালিবান যেদিন কাবুল কব্জা করল সেইসময় কোচের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন বক্সার সীমা রেজাই ৷ স্থানীয় কয়েকজন তালিবানের কাছে সেই খবর পৌঁছে দেয় ৷ এরপর যা হল তা ভাবতেও পারেননি বছর আঠারোর সীমা ৷ মৃত্যুর পরোয়ানা লিখে দিয়ে সীমাকে ঘর পাঠিয়ে দেয় তালিবান ৷ পুরুষ কোচের সঙ্গে অনুশীলন বন্ধ না করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছিলেন ওই আফগান টিনএজ বক্সার ৷

আফগানিস্তানের লাইটওয়েট বক্সিং চ্যাম্পিয়ন সীমা ৷ খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে পদক জয়ের স্বপ্ন দেখে এসেছেন ৷ আপাতত সেই স্বপ্ন ফেলে রেখে প্রাণ ভয়ে দেশ ছেড়েছেন তিনি ৷ তবে সীমাকে বক্সিং ছাড়তে বলেনি তালিবান ৷ বরং আমেরিকায় গিয়ে তাঁকে বক্সিং চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ পালন করা ছাড়া উপায়ও ছিল না ৷ দেশ না ছাড়লে বক্সিং গ্লাভস চিরকালের মতো তুলে রাখতে হত ৷ কিন্তু বক্সিং ছাড়া নিজেকে ভাবতেও পারেন না সীমা ৷ তাই বক্সিং ছাড়ার থেকে দেশ ছাড়া শ্রেয় মনে হয়েছে তাঁর ৷

সীমাকে মৃত্যুর হুমকি দেয় তালিবান
সীমাকে মৃত্যুর হুমকি দেয় তালিবান

আফগানিস্তানের মেয়েদের জাতীয় বক্সিং দলের সদস্য সীমা একলা দেশ ছেড়েছেন ৷ তাঁর পরিবারও এখনও আফগানিস্তানে ৷ বর্তমানে তিনি কাতারে রয়েছেন ৷ সেখানে থেকে মার্কিন ভিসার জন্য অপেক্ষা করছেন ৷ 16 বছর বয়স থেকে পেশাদার বক্সিংয়ে প্রবেশ করেন সীমা রেজাই ৷ তাঁর পরিবারের এতে প্রবল আপত্তি ছিল ৷ যে কারণে সীমাকে বক্সিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতেন তাঁর কোচ ৷ এখন আমেরিকায় থেকে বক্সিং কেরিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখছেন সীমা ৷

আমেরিকায় থেকে বক্সিং কেরিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখছেন সীমা
আমেরিকায় থেকে বক্সিং কেরিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখছেন সীমা

আরও পড়ুন : Taliban: মহিলাদের পড়াশোনায় ছাড়, তবে পুরুষদের সঙ্গে ক্লাস নয় ; ফতোয়া তালিবান সরকারের

আফগানিস্তান কব্জায় নিতেই মেয়েদের পায়ে বেড়ি পরানো শুরু করেছে তালিবান ৷ মেয়েরা স্কুল, কলেজ ও কাজে তো যেতে পারবেন কিন্তু শরিয়া নিয়ম মেনে ৷ হিজাব, বোরখা পরা বাধ্যতামূলক ৷ স্কুল, কলেজে পুরুষদের সঙ্গে এক ক্লাসে বসে পড়াশোনা নিষিদ্ধ ৷ মহিলাদের মাঠে নেমে খেলাধুলো বন্ধ ৷ মহিলাদের ক্রিকেট খেলা ইসলামের বিরুদ্ধ বলে বর্ণনা করেছে তালিবান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.