Indian Chess : অতনু লাহিড়িকে বহিষ্কার করল জাতীয় দাবা সংস্থা

author img

By

Published : Sep 24, 2021, 7:38 AM IST

Indian Chess

ভারতীয় দাবা সংস্থায় বেনিয়ম চলছে, এই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন অতনু লাহিড়ী । তাঁর অভিযোগ, কর্তাদের বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই সাসপেনশনেরপ মুখে পড়তে হয়েছে তাঁকে ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর : বহিষ্কৃত অতনু লাহিড়ী । জয়পুরে অনুষ্ঠিত সেন্ট্রাল কাউন্সিলের সভায় জাতীয় দাবা সংস্থার সহ সভাপতিকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । বাংলার দাবা সংস্থার এই কর্তার বিরুদ্ধে নথি পাচার, জালিয়াতি, সংস্থার বিরোধী কার্যকলাপ এবং আর্থিক তছরুপের অভিযোগ ছিল । এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অতনু লাহিড়ী দেওয়া উত্তরে খুশি নয় দাবা সংস্থা । তার পরেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ।

ভারতীয় দাবা সংস্থায় বেনিয়ম চলছে, এই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন অতনু লাহিড়ী । তাঁর অভিযোগ, কর্তাদের বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই সাসপেনশনেরপ মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ নিজের সাসপেনশনের প্রতিক্রিয়ায় অতনু লাহিড়ি বলেছেন, "আমি এই নির্বাসনের শাস্তিকে পাত্তা দিচ্ছি না । গত দুই মাস ধরেই নির্বাসিত হওয়ার খবরের অপেক্ষায় ছিলাম । আসলে আমি জাতীয় দাবা সংস্থার কর্তা ব্যক্তিদের বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি । তারা দিনের পর দিন দাবা খেলোয়াড়দের উন্নতির কাজে ব্যবহার করার জন্য গচ্ছিত অর্থ তছরূপ করে চলেছে ।এখন যে সচিব রয়েছেন সেই ভরত সিং চৌহানের পদে থাকার অধিকারই নেই । কারণ তিনি পরাজিত ।"

তিনি বলছেন, "জাতীয় দাবা সংস্থার এই অভিযোগ খতিয়ে দেখতে যে এথিকস কমিটি গড়েছিল তারা আমার সঙ্গে কোনওরকম যোগাযোগ করেনি । ভরত সিং চৌহান একটি বহুজাতিক সংস্থার খেলোয়াড়দের তথ্য পাচার করে চলেছেন । এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি । করে চলব ।"

আরও পড়ুন : Sharad Kumar: হৃদপিণ্ডে চোট টোকিয়োতে ব্রোঞ্জ জয়ী প্যারা হাইজাম্পার শরদ কুমারের

জাতীয় দাবা সংস্থা এবং এই রাজ্যের দাবা সংস্থায় অস্থিরতা গত কয়েক বছর ধরেই চলে আসছে । পারস্পরিক দোষারোপ এবং কাদা ছোড়াছুড়িতে প্রতিষ্ঠিত খেলোয়াড়রা বিরক্ত । তারা এই সমস্যায় ঢুকতে নারাজ । কিন্তু এতে ক্ষতি হচ্ছে নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার কাজে । এখন দেখার অতনু লাহিড়ী র নির্বাসন বাংলার দাবা সংস্থার প্রশাসনে কোনও প্রভাব ফেলতে পারে কিনা । পাশাপাশি জাতীয় দাবার প্রশাসনিক কার্যকলাপে ধাক্কা দেয় কিনা সেটাও দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.